NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

ইউক্রেনের অগ্রগতি, খারসন থেকে বাসিন্দা সরিয়ে নিচ্ছে রাশিয়া


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৭:২৭ এএম

ইউক্রেনের অগ্রগতি, খারসন থেকে বাসিন্দা সরিয়ে নিচ্ছে রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া খারসন অঞ্চলে রুশ নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, খারসন পুনরুদ্ধারে সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীদের অগ্রগতির মধ্যেই এমন আহ্বান জানানো হলো।

ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া খারসনসহ চারটি অঞ্চলকে মস্কোর সঙ্গে সংযুক্তির ব্যাপারে গত সপ্তাহেই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চলগুলো রুশ বাহিনীর কবল থেকে মুক্ত করতে পাল্টা আক্রমণ জোরদার করেছে ইউক্রেন।

 

 

 

এ পরিস্থিতিতে খারসনের বেশ কিছু জায়গায় অগ্রগতির দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ভ্লাদিমির সালদো গতকাল বৃহস্পতিবার খারসনের বাসিন্দাদের নিজেদের রক্ষায় রাশিয়ায় গিয়ে অবকাশযাপন ও পড়ালেখা করার আহ্বান জানিয়েছেন। খারসন ছেড়ে যেতে প্রয়োজনে রাশিয়ার সহায়তা নেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি।

অবশ্য খারসনে বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে না বলে জানিয়েছে ইউক্রেন। নিজেদের নাগরিকদের ওপর কোনোভাবেই আক্রমণ চালানো হচ্ছে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, খারসন থেকে প্রথম দল আজ শুক্রবার রাশিয়ার রোস্তভ অঞ্চলে পৌঁছবে। খারসন থেকে যারা রাশিয়ায় যেতে চায়, রোস্তভ অঞ্চল তাদের প্রত্যেককে গ্রহণ করবে এবং আশ্রয় দেবে।

সূত্র : বিবিসি।