NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

চিলির অভিযোগ প্রত্যাখ্যান করল ফিফা, বিশ্বকাপে খেলবে ইকুয়েডর


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৫ এএম

>
চিলির অভিযোগ প্রত্যাখ্যান করল ফিফা, বিশ্বকাপে খেলবে ইকুয়েডর

তীরে এসে ডুবতে বসেছিল ইকুয়েডরের বিশ্বকাপ তরী। দলের রাইটব্যাক বাইরন কাস্তিলোর জন্মসনদে গলদের অভিযোগ এনে ফিফার কাছে দেশটির বিরুদ্ধে নালিশ করেছিল চিলি। তবে শুক্রবার (১০ জুন) চিলির সেই অভিযোগ প্রত্যাখ্যান ফিফা। যার ফলে লাতিন আমেরিকা অঞ্চলের চতুর্থ দল হিসেবে ইকুয়েডরের আসন্ন কাতার বিশ্বকাপে অংশগ্রহণের পথে আর কোনো বাঁধা রইল না।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বাইরন কাস্তিলোর জন্মস্থান নিয়ে যে অভিযোগ করেছিল চিলি, ফিফা সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এই প্রসঙ্গে ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘সব পক্ষের তথ্য-প্রমাণ পর্যালোচনার পর ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি ইকুয়েডরের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’

চিলি ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। এছাড়া চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টেও ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে নালিশ জানাতে পারবে তারা।

ইকুয়েডর বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর বাছাইপর্বে খেলা দেশটির রাইটব্যাক কাস্তিলোর জন্মস্থান নিয়ে প্রশ্ন তোলে চিলি। তার বিরুদ্ধে জন্মসনদে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ করে ফিফার কাছে। অভিযোগের স্বপক্ষে অনেক প্রমাণও হাজির করেছিলেন চিলির আইনজীবী এদুয়ার্দো কারলেজ্জো। তবে ফিফার কাছে সেসব অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে চিলি।