খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৭ এএম
সাম্প্রতিক সময়ের আলোচিত বাংলা সিনেমা "হাওয়া" ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনে। লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার কাছে বাইশা সিয়াদোর সিনেমা ইডিয়েলে ১৫ অক্টোবর শনিবার সকাল ১১ টায় উদ্বোধনী শো এর মাধ্যমে পর্তুগালের বাংলাদেশি দর্শকদের জন্য তা উন্মুক্ত হবে।
পর্তুগালে প্রথম বাবের মত দেশী কোন সিনেমা বাণিজ্যিক ভাবে মুক্তি ও প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এটির ঘোষণার পর পর বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আবেগ দেখা গিয়েছে।
পর্তুগালে "হাওয়া" এর উদ্যোক্তারা বলেন, পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি বসবাস প্রায় ৩৫ বছর ধরে এবং এখানে বর্তমানে প্রায় ২৫ হাজার বাংলাদেশির বসবাস করছেন। দেশীয় মূল ধারার অনেক সিনেমা সময়ে সময়ে দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে কিন্তু পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির মানুষ তা দেখার সুযোগ পায়নি। তাই আমাদের এই উদ্যোগ।
উদ্যোক্তারা জানান, ১৫ অক্টোবর ছাড়াও ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে শনিবার ও রবিবার সকাল ১১ টায় সিনেমাটির আরো একটি করে শো অনুষ্ঠিত হবে। এছাড়াও অগ্রিম টিকেট বেনফোরমোসো রোডে মাতৃ ভাণ্ডার ও বিডি সুপার মার্কেটে সিনেমার টিকিট পাওয়া যাবে।