খবর প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৪০ এএম
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে ২০১২ সালে বন্দুকধারীর গুলিতে ২০ শিশু ও ছয়জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়েছিলেন। এ ঘটনা একটি প্রতারণা ছিল বলে মিথ্যা প্রচার করায় মার্কিন ষড়যন্ত্র তাত্ত্বিক অ্যালেক্স জোনসকে ৯৬ কোটি ৫০ লাখ ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। খবর বিবিসির।
গতকাল বুধবার গোলাগুলির স্থান থেকে ৩২ কিলোমিটার দূরে কানেক্টিকাটের ওয়াটারবারিতে এ রায় ঘোষণা করা হয়।
আদালত রায় পড়ার সময় নিহতদের পরিবারের অনেকেই আবেগপ্রবণ হয়ে কান্না করেছেন।
জানা গেছে, এ ঘটনায় আটজন নিহতের পরিবার এবং একজন এফবিআই এজেন্ট আদালতে মানহানি মামলায় অন্তত ৫৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তাদের অভিযোগ, ডানপন্থী রেডিও উপস্থাপক অ্যালেক্স জোনসের ভুল তথ্যের কারণে এক দশক ধরে তাদের খুনের হুমকি ও হেনস্থার শিকার হতে হয়েছে।
জোনস অনেক বছর ধরে তার নিজের 'ইনফোয়ারস' ওয়েবসাইট এবং টক শোর মাধ্যমে প্রচার করেছেন যে গণহত্যাটি আমেরিকানদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার জন্য 'মঞ্চস্থ' করা হয়েছে এবং এতে 'কেউ মারা যাননি'। এ ছাড়াও তিনি ওই ঘটনায় নিহতদের মা-বাবাকে 'আপদকালীন অভিনেতা' বলে অভিহিত করেছেন এবং যুক্তি দিয়েছেন যে এদের মধ্যে কয়েকজনের আসলে অস্তিত্বই নেই।
কিন্তু এ বছরের আগস্টে টেক্সাসে অন্য একটি মানহানি মামলায় জোনস স্বীকার করেছেন যে স্যান্ডি হুক স্কুলে বন্দুকধারীর ঘটনা 'শতভাগ সত্য' ছিল।
তিন সপ্তাহের শুনানিতে নিহতদের পরিবারের সদস্যরা আবেগপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। তাদের কেউ কেউ জোনসের মিথ্যাচারের জন্য অনলাইনে ঘৃণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন। নিরাপত্তার জন্য বারবার বাড়ি বদলানোর কথাও জানিয়েছেন কেউ কেউ।
মার্ক বারডেন নামের এক বাবা জানান, অনেক মানুষ তার ছেলের কবরের ওপর মূত্রত্যাগ করে অপবিত্র করা এবং কবর খননের হুমকি দিয়েছেন।
জোনসের একটি কম্পানি পুষ্টি সাপ্লিমেন্ট ও সারভাইভাল সরঞ্জাম বিক্রি করে লাখ লাখ ডলার আয় করেছে বলেও প্রমাণ পেয়েছেন আদালত।
এদিকে অ্যালেক্স জোনস আদালতের কার্যক্রমকে উপহাস করে তার ভক্তদেরকে জরুরী অনুদান দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এই অর্থ আইনি লড়াইয়ে ব্যয় করবেন না, বরং কম্পানিকে স্থিতিশীল করতে ব্যয় করবেন।
জোনসের আইনজীবী নর্ম প্যাটিস গণমাধ্যমে জানিয়েছেন, তারা আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
আদালতে সমাপনী যুক্তিতে বাদী পক্ষের আইনজীবী ক্রিস ম্যাটেই বলেছেন: 'যখন এই পরিবারের প্রত্যেকে শোকে পাথর ছিল, অ্যালেক্স জোনস তখন তার পা ঠিক তাদের ওপরে রেখেছিলেন। '
গত মাসের শেষের দিকে জোনস এক নাটকীয় সাক্ষ্যদানে বলেছিলেন, 'আমি ইতিমধ্যে কয়েকশ বার বলেছি যে আমি দুঃখিত, এবং আমি দুঃখিত বলে শেষ করেছি। ' তার এ কথায় আদালতের উপস্থিত অনেকের চোখে পানিও দেখা গিয়েছিল।
এদিকে পরিবারগুলো আসলে কত টাকা পাবে তা স্পষ্ট নয়। গতকাল বুধবার জোনস বলেছেন তার কাছে 'কোনো টাকা নেই'। তাকে এবং তার কম্পানিকে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছেন তিনি। আবেদনে একজন ফরেনসিক অর্থনীতিবিদ সাক্ষ্য দিয়েছেন যে জোনস এবং তার কম্পানির মূল্য প্রায় ২৭ কোটি ডলার।
সূত্র : বিবিসি