NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

নিউইয়র্কে জামালপুর জেলা সমিতির মিলনমেলা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৭ এএম

নিউইয়র্কে জামালপুর জেলা সমিতির মিলনমেলা

নিউইয়র্ক: হৃদয়ের উষ্ণতা আর সম্প্রীতির বন্ধনে অনুষ্ঠিত হলো  ‘জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ৯ অক্টোবর  নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ‘গোল্ডেন প্যালেস ব্যাংকুয়েড হলে’র মনোরম পরিবেশে এ সমাবেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত জামালপুরবাসীরা নিউইয়র্ক , নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এসেছিলেন সপরিবারে। 

চার শতাধিক প্রবাসীর এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত ভৌমিক। বৈশ্বিক করোনা  মহামারীর কারণে দীর্ঘদিন পর এই অনুষ্ঠান কমিউনিটিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধ্বনিত হয়েছে প্রবাসের স্বপ্ন বাস্তবায়নে ক্ষুদ্র-স্বার্থ পরিহার করে মূলধারায় একিভূত থাকার সংকল্প।

প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান। পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগঠনের সভাপতি অজিত ভৌমিক এবং উভয় দেশের জাতীয় সংগীতের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শফিকুল আকন্দ, পি.ই.। উদ্বোধনের পরেই আগত অতিথিদের মাঝে অ্যাপাটাইজার সার্ভ করা হয়। তারপর উদযাপন কমিটির সদস্য-সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম আশাফুদ্দৌল্লাহ্ (লিটন)। পরে সাধারণ সম্পাদক কার্যকরী কমিটির সকল সদস্যকে মঞ্চে ডাকেন এবং সবার সাথে পরিচয় করিয়ে দেন। 

 

উল্লেখ্য, কমিটি গঠনের পর করোনাসহ নানাবিধ কারণে পরিচিতি অনুষ্ঠান ঝুলে ছিল। সেটিও সম্পাদন করা হয় এই সমাবেশে। সমাবেশ থেকে প্রবাসের সকল জামালপুরবাসীকে আহবান জানানো হয় পরবর্তী কার্যক্রমে অংশ নিয়ে ফেলে আসা স্বজনের কল্যাণের পথ সুগম রাখতে। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষিবিদ ও সংগঠনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার আশরাফুজ্জামান, উপদেষ্টা সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মোর্শেদা জামান, উপদেষ্টা ও সাবেক সভাপতি আবু হায়াত মোস্তফা হেলাল, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শেলী , উপদেষ্টা শাহ মো. ইমরান খান (শাহীন), কৃষিবিদ মো. মমিন , বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সার্জন মোঃ বদিউজ্জামান(জামান), সাবেক সহ-সভাপতি জি ইউ টি হেলাল, বিশিষ্ট সংগঠক শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, খন্দকার সালমান, মো. সেলিম, ডা. দীতি ভৌমিক, ডা. সনু সাহুনী, কমিনিটি লিডার শেখ জামাল হোসাইন, কমিনিটি লিডার রেজা আব্দুল্লাহ (স্বপন), মো. কামাল হোসেন , মোখলেছুর রহমান , মো. এ,আই খান বিপ্লব, সৈয়দ আহমেদ বাবলা,  মো. নুরুজ্জামান, নূর নবী, মো. সাইফুল ইসলাম, মো. আজিজুর রহমান, মো. নছিব, মো. পিন্টু, মো. সামিউল, মো. মোমিন  প্রমুখ। 

দ্বিতীয় পর্বে মূল্যবান বক্তব্য রাখেন আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, আবু হায়াত মোস্তফা হেলাল, অজিত ভৌমিক, সাইদুর রহমান শেলী, শাহ মো. ইমরান খান (শাহীন), মো. আনোয়ার হোসেন, মো. মমিন, মো. বদিউজ্জামান(জামান), শেখ জামাল হোসাইন, রেজা আব্দুল্লাহ (স্বপন), মো: শরিফুল ইসলাম (মিন্টু), রবিউল ইসলাম, এএসএমআশাফুদ্দৌল্লাহ্ (লিটন), মো. আহসান হাবীব, মো. রফিক হাসান, এস,এম হাসান আরিফ এবং মো. মাসুম প্রমুখ। 

তৃতীয় পর্বে সকলের জন্য পরিবেশন করা হয় সুস্বাদু বাঙালি খাবার। খাবার পরিবেশনে সহায়তা করেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ( মিন্টু), যুগ্ম সাধারণ  সাম্পাদক মো. রফিকুল হাছান, সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব, প্রচার সম্পাদক -এস এম হাসান আরিফ , সহ-ক্রীড়া সম্পাদক মো. রাসেদুল ইসলাম (রাশেদ) , কার্যকরী সদস্য মো. মাসুদ কবীর রসূল, আব্দুল ওয়াহিদ। ডিনারের আনন্দ-উচ্ছ্বাসকে ষোলকলায় পূর্ণ করে প্রবাসের জনপ্রিয় শিল্পীগণের পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান (মিরন)। সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, খন্দকার সালমান, সামিয়া ইসলাম এবং শশী। 

সংগঠনের সভাপতি অজিত ভৌমিক তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ এবং শুভ কামনা করে বর্নাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।