খবর প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪, ০৩:৩০ এএম
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। করোনা সংক্রমণ শুরুর পর গত দুই বছর ভিন্ন রকম এক পরিবেশে ঈদ উদযাপন করা হয়। এবার উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের অপেক্ষায় আটলান্টিক সিটির প্রবাসী মুসলিম সম্প্রদায় । শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী দুই মে, সোমবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
আটলান্টিক সিটির মসজিদগুলোতে ঈদুল ফিতর এর নামাজ আদায়ের লক্ষ্যে যথাযথ প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
মসজিদ আল হেরা- আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় ঈদুল ফিতর এর নামাজ আয়োজনের যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মসজিদ আল হেরার সাধারন সম্পাদক জনাব রিয়াজ আহমদ চৌধুরী।তিনি জানান, ঈদের দিন সকাল ৮.৪৫মি. প্রথম ঈদ জামাত ও সকাল ৯.৩০মি. দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।জনাব রিয়াজ আহমদ চৌধুরী আরো জানান, মসজিদ আল হেরায় মহিলাদের ঈদের নামাজ আদায়ের সুব্যবস্থা করা হয়েছে। ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন।
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি- আটলান্টিক সিটির ১৬, উওর ফ্লোরিডা এভিনিউতে অবস্হিত বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে ঈদুল ফিতর এর নামাজ আয়োজনের যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা মো: ইকবাল হোসেন। তিনি জানান, ঈদের দিন সকাল নয়টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।ঈদ জামাতে ইমামতি করবেন হাফেজ আসিদ আল আজাদ।মো: ইকবাল হোসেন আরো জানান, এখানে মহিলাদের ঈদের নামাজ আদায়ের সুব্যবস্থা করা হয়েছে।
মসজিদ আল তাকওয়া- বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও আটলান্টিক সিটির ৩৫৩৬-৩৮ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল তাকওয়ার উদ্যোগে মসজিদের সামনে ঈদ জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান কমিউনিটি ব্যক্তিত্ব জহিরুল ইসলাম বাবুল। তিনি আরো জানান, ঈদের দিন সকাল ৮.৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম শেখ তৌফিক আজিজ।