NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

একটা হলেও ভালো সিনেমা করতে চাই: মাহি


https://new-media.dhakatribune.com/bn/uploads/2022/08/07/samira-mahi.jpeg প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:০১ এএম

>
একটা হলেও ভালো সিনেমা করতে চাই: মাহি

বাংলাদেশের শোবিজে বর্তমানে যে কজন অভিনেত্রী সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তরুণ এই অভিনেত্রী এরইমধ্যে নাটক-টেলিফিল্মে নিজের জাত চিনিয়েছেন। তার অভিনীত কয়েকটি কাজই পেয়েছে জনপ্রিয়তা, কুড়িয়েছে প্রশংসা।

অনেক দিন ধরেই মিডিয়ায় গুঞ্জন বড় পর্দায় দেখা যেতে পারে ছোট পর্দায় দ্রুত আলো কাড়া এই অভিনেত্রীকে। মাঝে শোনা যায় শাকিব খানের নায়িকা হওয়ার দৌড়েও তার নাম আলোচনায় আসছে। গত কিছুদিন ধরে ‘নায়িকা’ ইস্যুতে আরও বেশি চর্চায় আছেন মাহি।

এসব ঘটনার কতটুকু সত্য? তিনি নিজেই বা কী ভাবছেন? এ বিষয়ে জানতে চাইলে সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা পোস্টকে সামিরা মাহি বলেন, ‘সত্য কথা বলতে গত কিছুদিন ধরেই সিনেমায় কাজের বিষয়ে কথা হচ্ছে। বর্তমানে কয়েকজনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ চলছে। এটা দারুণ ব্যাপার যে সবাই আমাকে নিয়ে ভাবছেন। বিষয়টি আমি বেশ উপভোগ করছি। তবে এখন পর্যন্ত কোনো প্রজেক্ট নিয়ে চূড়ান্ত কথা হয়নি। হলেই সবাই জানিয়ে দেবো।’

সামিরা খান মাহি
সামিরা খান মাহি

সিনেমায় অভিনয়ের বিষয়ে নিজের আগ্রহের বিষয়ে এই অভিনেত্রীর ভাষ্য, “সম্প্রতি ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমাগুলো জনপ্রিয় হওয়ায় এ নিয়ে আমার মধ্যেও ইতিবাচক ভাবনা এসেছে। গল্প, চরিত্র, নির্মাতাসহ আনুষাঙ্গিক সব কিছু যদি মন মতো হয় তবে কাজ করতে রাজি। একটা হলেও ভালো সিনেমা করতে চাই।”

তিনি আরও জানান, যদি কোনো সিনেমায় যুক্ত হন তবে চুক্তির পর সময় নিয়ে নিজেকে প্রস্তুত করবেন। তারপরই প্রবেশ করবেন রূপালি পর্দার ঝলমলে দুনিয়ায়।

এদিকে, সম্প্রতি ব্যাংককে গিয়ে ৫টি নাটকের শুটিং করে এসেছেন সামিরা খান মাহি। মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে নতুন আরও ৫টি নাটকের শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। এগুলোর তিনটিতে মাহি অভিনয় করবেন মুশফিক আর ফারহানের বিপরীতে। একটি করে জোভান আহমেদ ও নীলয় আলমগীরের সঙ্গে।