NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

সিলেটে নতুন ৩ স্টেডিয়ামের প্রস্তাবনা দেওয়া হয়েছে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০০ পিএম

>
সিলেটে নতুন ৩ স্টেডিয়ামের প্রস্তাবনা দেওয়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যকার নারী এশিয়া কাপের ম্যাচ দেখতে আজ দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মাঠের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী গণমাধ্যমকে জানান, সিলেটে নতুন আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। একইসঙ্গে বেদখল হওয়া সিলেটের পুকুরগুলো উদ্ধারেরও চেষ্টা চলছে বলে এসময় জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

সিলেটে মেয়েদের খেলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আপনারা জানেন সিলেটের মানুষ কিছুটা কনজারভেটিভ। তারপরও এখানকার স্থানীয়রা মেয়েদের খেলায় উৎসাহ দিয়ে থাকেন।’ 

এছাড়া আগামীতে সিলেট থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আগে মেয়েদের এতো সুযোগ সুবিধা ছিল না। এখন সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা এক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমাদের মেয়েরা থাইল্যান্ডকে হারিয়েছে। আজকের ম্যাচ জিততে পারলে ইতিহাস সৃষ্টি হবে।’