খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৮ এএম
নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতালির রোমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন ও হিন্দু উদযাপন পরিষদের আয়োজনে দুটি পূজামণ্ডপে শেষ হলো দুর্গোৎসব।
উৎসবমুখর পরিবেশে ইতালিতে উদযাপিত হয় দুর্গোৎসবের নানা আয়োজন। জগতের কল্যাণ প্রার্থনায় পাঁচ দিনব্যাপী পূজার মণ্ডপগুলোতে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সীদের পদচারণায় মুখরিত হয় ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের পূজামণ্ডপ ও হিন্দু উদযাপন পরিষদের আয়োজিত পূজামণ্ডপ। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছেন বিদেশিরাও।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান রোমের দুটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
১৯৯৪ সাল থেকে ইতালিতে দুর্গাপূজা হয়ে আসছে। এর মধ্যে শুধু একবারই রোমের মধ্য দিয়ে বয়ে যাওয়া দেভেরে নদীতে প্রতিমা বিসর্জনের সুযোগ হয়েছিল। এবার ঘট বিসর্জনের মধ্য দিয়ে বিজয় দশমীতে মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।
অশুভ শক্তির বিরূদ্ধে শুভশক্তির সকল বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ থাক যুগ থেকে যুগান্তরে, শারদীয় দুর্গোৎসবে এমন প্রত্যাশা করেন ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অনুপ কুমার।
এদিকে হিন্দু উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীব দেবনাথ আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে উল্লেখ করে সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে-এমনটাই প্রত্যাশা করেন।