NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ইতালির রোমে শারদীয় দুর্গাপূজা উদযাপন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৮ এএম

ইতালির রোমে শারদীয় দুর্গাপূজা উদযাপন

নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতালির রোমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন ও হিন্দু উদযাপন পরিষদের আয়োজনে দুটি পূজামণ্ডপে শেষ হলো দুর্গোৎসব।

উৎসবমুখর পরিবেশে ইতালিতে উদযাপিত হয় দুর্গোৎসবের নানা আয়োজন। জগতের কল্যাণ প্রার্থনায় পাঁচ দিনব্যাপী পূজার মণ্ডপগুলোতে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সীদের পদচারণায় মুখরিত হয় ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের পূজামণ্ডপ ও হিন্দু উদযাপন পরিষদের আয়োজিত পূজামণ্ডপ। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছেন বিদেশিরাও।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান রোমের দুটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

 

১৯৯৪ সাল থেকে ইতালিতে দুর্গাপূজা হয়ে আসছে। এর মধ্যে শুধু একবারই রোমের মধ্য দিয়ে বয়ে যাওয়া দেভেরে নদীতে প্রতিমা বিসর্জনের সুযোগ হয়েছিল। এবার ঘট বিসর্জনের মধ্য দিয়ে বিজয় দশমীতে মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।

অশুভ শক্তির বিরূদ্ধে শুভশক্তির সকল বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ থাক যুগ থেকে যুগান্তরে, শারদীয় দুর্গোৎসবে এমন প্রত্যাশা করেন ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অনুপ কুমার।

এদিকে হিন্দু উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীব দেবনাথ আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে উল্লেখ করে সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে-এমনটাই প্রত্যাশা করেন।