খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৮ এএম
নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির প্রবেশন বিভাগে যারা যোগ দিতে চান, তারা এখনো আবেদন করতে পারেন। ওখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। আবেদনকারীদের ৫ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। জননিরাপত্তা এবং সাম্প্রদায়িক ন্যায়বিচার উন্নয়ন জরুরি। এই লক্ষ্য পূরণের জন্য আগ্রহীদের তারা তাদের সাথে যোগ দিতে উৎসাহিত করছে।
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব প্রবেশনের (ডিওপি) লক্ষ্য অর্থপূর্ণ শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা, পারিবারিক সম্পৃক্ততার সাথে থাকা ও পরিবারের ব্যস্ততা, কমিউনিটির বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে প্রবেশনে থাকা ও ফস্টারিংয়ে থাকা লোকেদের তত্ত্বাবধান করে এবং তাদের জন্য ফৌজদারি বিচারব্যবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি করে শক্তিশালী এবং নিরাপদ সম্প্রদায় গড়ে তুলতে সাহায্য করা।
বর্তমানে যেসব পদে আবেদন গ্রহণ করা হচ্ছে, এর মধ্যে রয়েছে ক্লিনিক্যাল অ্যাডভাইজার- সিনিয়র মেন্টাল হেলথ ওয়ার্কার, আইটি প্রোজেক্ট স্পেশালিস্টÑচিফ ইনফরমেশন অফিসার, কমিউনিটি অ্যাসোসিয়েট- প্রোগ্রাম ম্যানেজার, বিহেভিয়্যারেল হেলথ কলেজ এইড, প্রবেশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাক্সেস্যাবল ম্যাজিস্ট্রেট কোর্ট অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি অ্যাসোসিয়েট- মেন্টর কো-অর্ডিনেটর, কমিউনিটি অ্যাসোসিয়েট, এক্সিকিউটিভ এজেন্সি কাউন্সেল এবং এনওয়াইসি লোকাল কন্ডিশনাল রিলিজ কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ইনভেস্টিগেটর অ্যানালিস্ট প্রভৃতি। এগুলো সবই ফুলটাইম জব। এ ছাড়া সেখানে ইন্টার্নশিপ ও ভলেন্টিয়ার হওয়ারও সুযোগ রয়েছে।