খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম
আর্ন্তজাতিক ডেস্ক: এবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে একজন ব্যক্তি ও দুই সংস্থাকে। বেলারুশের মানবাধিকার আইনজীবী অ্যালেস বিয়ালিয়াতস্কি এই পুরস্কার পেলেন রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজের সঙ্গে।
বিবিসি জানিয়েছে, নোবেল কমিটির চেয়ারম্যান বলেছেন- শান্তিতে নোবেল বিজয়ীরা শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের জন্য তাৎপর্যপূর্ণ কাজ করে দেখিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১৯তম লেখক হিসেবে আনি এরনোর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
সাহস ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন করায় ৮২ বছর বয়সী এ ঔপন্যাসিককে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে তারা।
এবারের নোবেল কমিটির প্রধান অধ্যাপক কার্ল-হেনরিক হেলডিন এই ঔপন্যাসিক সম্পর্কে বলেন, তার কাজ ‘প্রশংসনীয় এবং কালজয়ী’।
‘‘তিনি সাহসের সঙ্গে এবং অত্যন্ত সুক্ষ্মভাবে সামাজিক অভিজ্ঞতার দ্বন্দ্বগুলো তুলে ধরেছেন এবং আপনাকে নিজের সমানে দাঁড় করাতে লজ্জা, অপমান, ঈর্ষা ও অক্ষমতাকে বর্ণনা করেছেন। ”
তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ গতবছর এ সম্মাননা পেয়েছিলেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, নরম্যান্ডির একটি নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া এর্নোকে তার আত্মজীবনীমূলক ঘরানার ‘আ উইমেনস স্টোরি’, ‘আ মেনস প্লেস’ ও ‘সিম্পল প্যাশন’ বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। ‘দ্য ইয়ারস’ এর জন্য ২০১৯ সালে তিনি বুকার পুরস্কারও পান।
চলতি বছরে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেস। আজ বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই তিনজনের নাম ঘোষণা করেছে।
নোবেল কমিটি জানায়, ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেসকে রসায়নে এ বছরের নোবেল দেওয়া হলো। ‘ক্লিক কেমিস্ট্রি’সংক্রান্ত তাঁদের গবেষণা আগামী দিনে ওষুধশিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছে নোবেল কমিটি ।
ক্যারোলিন আর বার্তোজ্জি ও কে ব্যারি শার্পলেস যুক্তরাষ্ট্রের এবং মর্টেন মেলডাল ডেনমার্কের নাগরিক।
এ বছর পদার্থে নোবেল পেয়েছেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার। বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।
চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের সোয়ান্তে প্যাবো। গত সোমবার নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সোয়ান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।
সূত্র: নিউজএবিপি লাইভ, বিবিসি।