NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

দুই আত্মঘাতী গোলে বাংলাদেশের নাটকীয় জয়


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ০২:২৩ পিএম

>
দুই আত্মঘাতী গোলে বাংলাদেশের নাটকীয় জয়

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (৫ অক্টোবর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ই-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

নির্ধারিত সময়ে খেলা ১-১। ইনজুরি সময় চলছে। যে কোনো সময় বাজবে রেফারির শেষ বাঁশি। সেই সময় বাংলাদেশ আত্মঘাতী গোল পায়। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম গোলটিও আত্মঘাতী।

ম্যাচের ১০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। নাজিম উদ্দিন বাঁ প্রান্ত দিয়ে উড়ন্ত ক্রস করেন সতীর্থ মিরাজুলের উদ্দেশে। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করে নিজেদের জালেই জড়িয়ে হতাশায় ভেঙ্গে পড়েন সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রাইডেন গোহ (১-০)। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। মিনিট সতের পর সমতায় ফেরে সিঙ্গাপুর। সতীর্থের কাছ থেকে বল পেয়ে স্বাগতিকদের বক্সের মাথা থেকে মুহাম্মদ সাইয়াজয়ান ডান পায়ের উড়ন্ত শট নেন। কিন্তু ঝাঁপিয়ে পড়েও তা রুখতে পারেননি স্বাগতিক গোলকিপার সোহানুর রহমান (১-১)। গ্যালারিতে উপস্থিত প্রায় আড়াই হাজার দর্শক স্তব্ধ হয়ে পড়েন। নিরবতা নেমে আসে কমলাপুর স্টেডিয়ামে।

সেই দর্শকরাই ম্যাচ শেষে আনন্দ নিয়ে বাড়ি ফিরেছেন। কারণ নির্ধারিত ৯০ মিনিট পার হলে যোগ হয় আট মিনিট। সেই আট মিনিটের অন্তিম সময়ে বাঁ প্রান্ত দিয়ে লম্বা থ্রো করেন মো. রাতুল। উড়ে আসা বলে ব্যাক হেড করেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার। বল উড়ে গিয়ে পোস্টের কাছে পড়ছিল। সেই বল সিঙ্গাপুরের গোলকিপার আইসাক লি গ্রিপে নিতে গিয়ে ব্যর্থ হন। তার হাত ফসকে বল গোললাইন গড়িয়ে জালে প্রবেশ করে (২-১)। উল্লাসে মেতে উঠেন গ্যালারিতে উপস্থিত আড়াই হাজার দর্শক।