NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo
চ্যাম্পিয়নস লিগ

নাপোলি-বায়ার্নের গোল উৎসব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৪ পিএম

নাপোলি-বায়ার্নের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মঙ্গলাবার রাতে ভিক্টোরিয়া প্লজেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল বাভারিয়ানরা। সাদিও মানেরা জিতেছে ৫-০ গোলে।

ম্যাচে জোড়া গোল পেয়েছেন লেরয় সানে।

একটি করে গোল করেছেন সার্জ ন্যাব্রি, সাদিও মানে ও এরিক চোপো-মোটিং। সেই সঙ্গে একটা রেকর্ডও গড়ে ফেলেছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা।  এর আগে ২০১২ থেকে ২০১৭ আসর পর্যন্ত গ্রুপ পর্বে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ।

 

এবারের আসরে টানা তিন জয়ের ফলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করল বায়ার্ন। তিন ম্যাচে ৯ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান, ৩ পয়েন্ট নিয়ে তিনে বার্সা।

গোল উৎসব করেছে ইতালিয়ান ক্লাব নাপোলিও। ‘এ’ গ্রুপের ম্যাচে ডাচ চ্যাম্পিয়ন আয়াক্সকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এ নিয়ে ৩ ম্যাচের সবগুলোতে জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে নাপোলি। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ৩ পয়েন্ট নিয়ে তিনে আয়াক্স এবং পয়েন্টের খাতা না খুলতে পারা রেঞ্জার্স আছে সবার নিচে।