NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

স্বাগতিকের সুবিধা চাই না, স্পোর্টিং উইকেট চাই : বাংলাদেশ কোচ


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪০ এএম

>
স্বাগতিকের সুবিধা চাই না, স্পোর্টিং উইকেট চাই : বাংলাদেশ কোচ

সিলেটে নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের নারীরা বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানের সামনে ব্যর্থ। যেখানে ৯ উইকেটের ব্যবধানে হারে সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিরা। আগামীকাল বুধবার তৃতীয় ম্যাচে মালেয়েশিয়ার বিপক্ষে লড়বে টাইগ্রেস নারীরা। এর আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে দলের প্রধান কোচ মাহমুদ ইমন জানালেন, স্পোর্টিং উইকেটের প্রয়োজন।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পিচ ছিলো স্লো, বল ব্যাটে আসছিল দেরিতে। যে কারণে বাংলাদেশ দল সংগ্রহ করে মাত্র ৭০ রান নির্ধারিত ২০ ওভার শেষে। পাকিস্তানের বিপক্ষে এমন পিচ থাকায় আজ সংবাদ সম্মেলনে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন নারীদের এই প্রধান কোচ।

মাহমুদ ইমন বলেন, ‘আমি পরিস্কারভাবে বলতে চাই উইকেটের যে আচরণ ছিল এটা ডিসাইডেড ম্যাচ ছিল। আপনারা দেখতে পারবেন উইকেটের আচরণটা। তারপরও আমরা তিন বিভাগেই খারাপ খেলেছি। আমি সত্যি কথা যদি বলি আমি ঘরের দল হিসেবে সুবিধা চাই না। কিন্তু একটা স্পোর্টিং উইকেটের প্রয়োজন। আমি সব জায়গায় দেখেছি, যত জায়গায় মেয়েদের ক্রিকেটের খেলা হয়েছে। চেষ্টা করে স্পোর্টিং উইকেট দেওয়ার।’

কোচ মাহমুদ ইমন বলছেন এমন পিচ তিনি আগে দেখেননি কখনো এমনকি স্থানীয় ক্রিকেটেও না। আগামী বছর বিশ্বকাপ অনুষ্ঠেয় হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, এর আগে মনোবল বা প্রস্তুতি পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্টই ছিল এমন পিচ।

ইমনের মতে, ‘এটা যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট। আমি স্থানীয় ক্রিকেটেও এরকম উইকেট দেখিনি। এটা মেয়েদের ক্রিকেটের জন্য, আমাদের যে এফটিপি ট্যুর আছে, যে কাজগুলো আছে। আমাদের বিশ্বকাপ আছে দক্ষিণ আফ্রিকায়। আমাদের মনোবল ও প্রস্তুতির জন্য এটা একটা পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’

এমন পিচ নিয়ে আম্পায়ার্স রিপোর্টে অভিযোগ করা নিয়ে প্রধান কোচ ইমন বলেন, ‘কালকে আমাদের ম্যানেজারও আম্পায়ার্স রিপোর্ট এটা দিয়েছে। উইকেট নিয়ে অবশ্যই আমাদের কনসার্ন পারসনদের সঙ্গে কথা হয়েছে। তারাও আমাদের আশ্বস্ত করেছে। যেহেতু এটা এসিসির টুর্নামেন্ট। এসিসির যারা প্রতিনিধি তাদের কাছেই দিয়েছি।’