NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

জীবনের শেষ দৌড়ে করুণ পরিণতি


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৫ এএম

>
জীবনের শেষ দৌড়ে করুণ পরিণতি

জীবনের শেষ রেসটায় আর ফিনিশিং লাইন ছোঁয়া হলো না দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ম্যারাথনারের। কারণ দৌড় শেষ করার দু’মাইল আগে হৃদরোগে আক্রান্ত হন ৩৬ বছর বয়সী ম্যারাথনার। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

ম্যারাথন চলাকালে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে বেশ কয়েকবার। তবে এবার লন্ডন ম্যারাথনে ঘটে যাওয়া ঘটনাটি আরও মর্মান্তিক। রোববার দৌড়াতে দৌড়াতেই যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ইংলিশ ম্যারাথনার। প্রয়াত প্রতিযোগীর পরিবারের অনুরোধে তার ছবি ও নাম প্রকাশ করেনি ম্যারাথন কর্তৃপক্ষ। 

২৬.২ মাইল ম্যারাথনের ২৩ থেকে ২৪ মাইলের মধ্যে দৌঁড়নোর সময় হৃদরোগে আক্রান্ত হন ইংলিশ প্রতিযোগী। মাটিতে লুটিয়ে পড়ার তিন মিনিটের মধ্যে অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। সোমবার এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ম্যারাথন কর্তৃপক্ষ। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ম্যারাথনের সঙ্গে যুক্ত সকলে এই ঘটনায় মর্মাহত। প্রয়াত প্রতিযোগীর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাচ্ছি আমরা। পরিবারের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু জানাচ্ছি না। আমরা পরিবারের সদস্যদের ইচ্ছাকে সম্পূর্ণ সম্মান জানাচ্ছি।’ 

লন্ডনের গ্রিনউইচ পার্ক থেকে দ্য মল পর্যন্ত আয়োজিত ম্যারাথনে বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রায় ৪০ হাজার প্রতিযোগী অংশ নেয়। পুরুষদের বিভাগে প্রথম হয়েছেন অ্যামোস কিপরুটো। তিনি দৌড় শেষ করতে সময় নেন ২ ঘণ্টা ৪ মিনিট ৩৯ সেকেন্ড।