NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ে টাকা তুলল চেক রিপাবলিক


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৯ পিএম

ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ে টাকা তুলল চেক রিপাবলিক

আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপের দেশ চেক রিপাবলিক ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ১৩ লাখ ডলার তুলেছে। বিবিসি জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর জন্য আধুনিক মানের ট্যাংক কেনার জন্য এভাবে টাকা তোলা হয়েছে।

ক্যাম্পেইনটি চালানো হয়েছে 'পুতিনের জন্য একটি উপহার' শিরোনামে। তাতে মোট ১১ হাজার ২৮৮ জন অর্থ দিয়েছেন।

 

আয়োজকরা বলছেন, এভাবে ইউক্রেনের জন্য এটাই প্রথম অস্ত্র কেনার ঘটনা।

 

সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংক আধুনিক করে নাম দেওয়া হয়েছে টমাস। এটিই ইউক্রেনে পাঠানো হবে। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ট্যাংক কিনে ইউক্রেনে দেওয়ার বিষয়ে চেক রিপাবলিকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইউক্রেনের দূতাবাসের সমর্থন রয়েছে।

এক টুইট বার্তায় চেক রিপাবলিকের প্রতিরক্ষামন্ত্রী জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০তম জন্মদিন ৭ অক্টোবর। তার জন্মদিন উপলক্ষে উপযুক্ত উপহার কিনেছেন (ক্রাউডফান্ডিংয়ে) অংশগ্রহণকারীরা।
সূত্র : বিবিসি।