NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

যৌন নিপীড়নের শিকার শিশুদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫৪ পিএম

যৌন নিপীড়নের শিকার শিশুদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্রিকেটে শিশু যৌন নিপীড়নের কথা প্রায় শোনা যায়। ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে আওয়াজ তুলেছে, মামলাও করেছে।  অবশেষে যৌন নিপীড়নের শিকার শিশুদের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সোমবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান লাচলান হেন্ডারসন বলেন, ‘দীর্ঘদিন ধরে সমাজে এবং ক্রিকেটসহ বিভিন্ন খেলায় শিশু যৌন নিপীড়নের মতো ভয়ংকর সমস্যা বিরাজ করছে।

যা ঘটে গেছে, তা আমরা বদলাতে পারব না। তবে ভুক্তভোগীদের যেটুকু পারা যায় সহযোগিতা করা দরকার। অস্ট্রেলিয়ার ক্রিকেটে জড়িত থাকা অবস্থায় কেউ যৌন নিপীড়নের শিকার হয়ে থাকলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। ’

 

এ বছরের শুরুতে সাবেক এক জুনিয়র ক্রিকেটার সিএ’র (ক্রিকেট অস্ট্রেলিয়া) বিরুদ্ধে মামলা করেন। তাঁর অভিযোগ, ১৯৮৫ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ভারত ও শ্রীলঙ্কা সফরের সময় যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। এর আগে ২০০৯ সালে স্কুলশিক্ষার্থী নিপীড়নের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক রাজ্য ক্রিকেটার ইয়ান কিংকে কারাদণ্ড দেওয়া হয়।

যৌন নিপীড়ন রোধে সম্প্রতি অস্ট্রেলিয়ার ন্যাশনাল রিড্রেস স্কিম বা জাতীয় প্রতিকার কর্মপরিকল্পনায় সই করেছে সিএ। নির্যাতনের শিকার হওয়া শিশুদের এ স্কিমের আওতায় এনে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।  নানা ধরনের সাহায্য-সহযোগিতাও প্রদান করা হয়।  ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অধীন রাজ্য সংস্থাগুলোকেও এই স্কিমে যোগ দিতে আহ্বান জানিয়েছে।