NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

মালাইকার চোখে ‘সেরা প্রেমিক’ অর্জুন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৯ এএম

>
মালাইকার চোখে ‘সেরা প্রেমিক’ অর্জুন

বলিউড টিনসেলের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে একটি মালাইকা-অর্জুন জুটি। বেশ কয়েক বছর ধরে এই অসম তারকা জুটি প্রেমের সম্পর্কে আছেন। নিজেদের মধ্যকার ভালোলাগাগুলোকে ভালোবাসায় পরিপূর্ণ করে তুলেছেন। কয়েক বছর আগে নিজেদের সম্পর্কের কথা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অফিসিয়ালি জানান দেন তারা।

এরপর থেকে আর কোনো রাখঢাক রাখেননি। দুজনার আনন্দঘন মুহূর্ত, ভালোলাগা-ভালোবাসা, অবকাশযাপনের ছবিগুলো প্রকাশ করতে কখনোই সংকোচ করেন না। সবসময় ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন তারা। পরস্পর পরস্পরের প্রতি কতটা আন্তরিক সেটা তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারের মুখোমুখি হন ‘ছাইয়া ছাইয়া’ গার্ল। সেখানে তিনি অর্জুন কাপুরকে ‘সেরা প্রেমিক’, ‘সেরা উৎসাহদাতা’ আখ্যা দেন।

সম্পর্কের ক্ষেত্রে তাদের মধ্যকার কোন বিষয়গুলো বেশি প্রভাবক হিসেবে কাজ করেছে, সে ব্যাপারেও খোলাখুলি কথা বলেন মালাইকা। বয়ফ্রেন্ড অর্জুনকে মূল্যায়ন করে তিনি বলেন, ‘সে এমন একজন যার সঙ্গে আমি শুধুমাত্র একটা সম্পর্কে আবদ্ধ নই বরং ও আমার সেরা বন্ধু। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সেরা বন্ধুটিকে ভালোবাসা এবং তার প্রেমে পড়া। সে আমাকে বোঝে, সেভাবেই আমার সঙ্গে কথা বলে। আমি মনে করি আমরা দুজন একে অপরের সবচেয়ে বড় উৎসাহদাতা। আমি তাকে যেকোনো বিষয় সংকোচ ছাড়াই বলতে পারি। একটা সম্পর্কের ক্ষেত্রে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নিজেকে নিয়ে সুখী থাকবেন, যেটা আমি অর্জুনের পাশে থেকে পাই।’

মালাইকা জানান, অর্জুন বরাবরই তার পাশে থাকে, যেকোনো ব্যাপারে উৎসাহ দেয় ও পেছন থেকে ভরসা যোগায়।

‘এক ভিলেন রিটার্নস’ তারকার সঙ্গে কবে গাঁটছড়া বাঁধবেন? জবাবে তিনি বলেন, ‘বিয়ের ব্যাপারগুলো খুব সুন্দর। কিন্তু সেটা হবে ভালোবাসা থেকে, সামাজিক কোনো চাপের কারণে নয়। বিয়ের ব্যাপারে প্রশ্ন করলে বলব আমি এখনো এই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নই।’

জানা গেছে, মালাইকা অরোরা ও তার বোন অমৃতা অরোরা ‘অরোরা সিস্টারস’ নামে নতুন শো নিয়ে শিগগিরই হাজির হবেন।