NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

সরকারি ব্যবস্থায় হজ : টাকা ফেরত পাচ্ছেন হাজিরা


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৬ এএম

>
সরকারি ব্যবস্থায় হজ : টাকা ফেরত পাচ্ছেন হাজিরা

সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজে যাওয়া ব্যক্তিরা সৌদি আরবে বাড়ি ও হোটেল ভাড়ার অব্যয়িত ৯ কোটি ৪০ লাখ টাকা ফেরত পাবেন। তিন হাজার সাতশর বেশি হাজিকে এ অর্থ ফেরত দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে ঢাকার আশকোণার হজ অফিসের পরিচালক বরাবর পাঠানো চিঠিতে অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্যাকেজভিত্তিক নিবন্ধিত হাজিদের মধ্যে আর্থিক বিধি-বিধান অনুসরণ করে চেকের মাধ্যমে অর্থ বিতরণ শেষে প্রতিবেদন ধর্ম মন্ত্রণালয়ে পাঠানোর জন্য হজ পরিচালককে অনুরোধ জানানো হয় চিঠিতে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, প্যাকেজ-১ এর হাজিরা প্রত্যেকে ৪৭ হাজার ৭২৬ টাকা এবং প্যাকেজ-২ এর হাজিরা ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত পাবেন। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী দুই সপ্তাহের মধ্যে হাজিদের টাকা দেওয়া শুরু হবে। 

২০২২ সালে সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এর ক্ষেত্রে একেকজনের ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর ক্ষেত্রে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছিল।