NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

শিল্পা শেঠির জন্মদিন আজ


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৫:৩০ এএম

শিল্পা শেঠির জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: নব্বই দশকে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। স্লিম ফিগার, উচ্ছ্বল হাসি আর দক্ষ অভিনয়ে জয় করেছিলেন দর্শকদের মন। বর্তমানে যদিও সিনেমা থেকে দূরে রয়েছেন, তবে একটা সময় তিনি ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী।

বলছি শিল্পা শেঠির কথা। বলিউডের এই নারী তারকার জন্মদিন আজ। ১৯৭৫ সালের ৮ জুন ভারতের কর্নাটক রাজ্যের মেঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম অশ্বিনী শেঠি।

দশম শ্রেণি পাশ করার পর ১৯৯১ সালে মডেলিং শুরু করেন শিল্পা শেঠি। ফ্যাশন জগতে বেশ ভালোই চলছিল তার জীবন। সেজন্য তিনি চেয়েছিলেন মডেলিংয়েই ক্যারিয়ার গড়তে। তবে ১৯৯২ সালে তিনি একটি সিনেমার অফার পান। সিনেমার নাম ছিল ‘গাতা রাহে মেরা দিল’। কিন্তু সেই সিনেমা আর মুক্তি পায়নি।

অবশেষে ১৯৯৩ সালে বলিউডের সিনেমায় শিল্পা শেঠির অভিষেক হয়। শাহরুখ খানের বিপরীতে তার অভিনীত সেই সিনেমার নাম ‘বাজিগর’। সিনেমাটি বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। সেই সঙ্গে নায়িকা হিসেবেও শিল্পার নাম ছড়িয়ে গেলো চারদিকে।

এরপর থেকে শিল্পা শেঠি ৪০ টিরও বেশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। শিল্পা অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘মে খিলাডি তু আনাডি’, ‘হিম্মত’, ‘পরদেশি বাবু’, ‘শূল’, ‘লাল বাদশাহ’, ‘জাং’, ‘কার্জ’, ‘দাস’, ‘ধাড়কান’, ‘রিশতে’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘ফির মিলেঙ্গে’ উল্লেখযোগ্য।

২০০৯ সালে শিল্পা শেঠি বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দ্রাকে। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

ক্যারিয়ারে শিল্পা শেঠির পুরস্কার ভাগ্য প্রসন্ন নয়। কেবল একবার আইফা অ্যাওয়ার্ড ও একবার জি সিনে অ্যাওয়ার্ড ছাড়া বড় কোনো পুরস্কার অর্জন করতে পারেননি তিনি। তবে দর্শকদের কাছ থেকে অসামান্য ভালোবাসা পেয়েছেন শিল্পা। যার কারণে গত এক যুগের বেশি সময় ধরে সিনেমায় কাজ না করলেও তাকে স্মরণ করে দর্শকরা।