NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের বসন্ত উৎসব অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩১ এএম

অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের বসন্ত উৎসব অনুষ্ঠিত

বছরব্যাপি বিভিন্ন আয়োজনের অংশ হিসাবে গত ২৫ সেপ্টেম্বর (রবিবার) অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। 

সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে দিনব্যাপি আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসকারী ৯৬-৯৮ ব্যাচের সদস্যরা সপরিবারে যোগ দেয়। এই আয়োজনকে সফল করতে আয়োজকেরা কয়েকমাস ধরে প্রস্তুতি গ্রহণ করে। পাশাপাশি এই উৎসবকে সামনে রেখে অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের সদস্যদের রচনায় ও সংগীত পরিচালনায় একটি মৌলিক গানও প্রকাশ করা হয়। 

দুপুর থেকে শুরু হওয়া এই আয়োজনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পর অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় মূল আয়োজন। বহুমাত্রিক এই আয়োজনে ছিল র‍্যাফেল ড্র, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড এবং ডিজে পারফরমেন্স। 

 

এই পরিবেশনায় অংশগ্রহণ করেন ৯৬-৯৮ ব্যাচের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গ। পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল পনি রাইড, ফেস পেইন্টিংসহ অনেক বিনোদনমূলক উপাদান। অনুষ্ঠানটি ছোট বড় সকলের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।