NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

থ্রিলারে ভরা পরিচালক বাল্কির ‘চুপ’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০২ এএম

>
থ্রিলারে ভরা পরিচালক বাল্কির ‘চুপ’

সবসময়ই ভিন্ন ধরনের সিনেমা তৈরি করেন পরিচালক আর বাল্কি। সিনেমায় তার গল্প বলার ধরন অন্যসব পরিচালকদের চেয়ে আলাদা। নতুন সিনেমা ‘চুপ’-এর ক্ষেত্রেও তাই হয়েছে।

একজন সিরিয়াল কিলারকে নিয়ে এগিয়ে চলে বাল্কির ‘চুপ’। যে কিনা আর্টের সমালোচকদের একের পর খুন করে যান। তাকে ধরতে হাজির হন পুলিশ কর্মকর্তা অরবিন্দ মাথুর (সানি দেওল)। বলতে গেলে গল্প মোটামুটি এটিই।

কিন্তু গল্পের মধ্যে বিভিন্ন টুইস্ট বাল্কি যেভাবে টেনে নিয়ে এসেছেন, তা অসাধারণ। রহস্য বেড়ে চলে ছবির শেষ পর্যন্ত। বিশেষ করে, পুলিশ আর সিরিয়াল কিলারের বোঝাপড়া অসাধারণভাবে সাজিয়েছেন পরিচালক।

সিনেমায় বাল্কি কিছুটা রোমান্সও নিয়ে এসেছেন। প্রতিটি সেকেন্ডে অভিনেতারা দেখিয়েছেন নিজেদের দক্ষতা।

সব মিলিয়ে একদিকে যখন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জোয়ার চলছে, সেখানে ‘চুপ’ অন্যরকম এক স্বাদ দেবে দর্শকদের। বিশেষ করে যারা থ্রিলারপ্রেমী, তাদের জন্য ছবিটি।