NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

ব্রিটিশ রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে করোনায় আক্রান্ত ডেনিশ রানি


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ০৩:১০ পিএম

>
ব্রিটিশ রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে করোনায় আক্রান্ত ডেনিশ রানি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট (৮২)। বৃহস্পতিবার ডেনমার্কের রাজ পরিবারের ওয়েবসাইটে দ্বিতীয় মার্গারেটের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ নিশ্চিত করা হয়েছে।

গত সোমবার রাজকীয় মর্যাদায় লন্ডনের সেইন্ট জর্জ চ্যাপেলের কবরস্থানে সমাহিত করা হয় রানি দ্বিতীয় এলিজাবেথকে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। বিদেশি এই অতিথিদের মধ্যে ছিলেন ডেনমার্কের রানি ও রাষ্ট্রপ্রধান দ্বিতীয় মার্গারেটও।

চীনের দৈনিক চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষের পর সোমবারই দেশে ফিরে আসেন দ্বিতীয় মার্গারেট। তারপর মঙ্গলবার শারীরিক অসুস্থতা বোধ করার পর বুধবার করোনা টেস্ট করান তিনি। সেই টেস্টে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

বৃহস্পতিবার ডেনমার্কের রাজপরিবারের ওয়েবসাইটে রানির করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলা হয়, বর্তমানে রাজধানী কোপেনহেগেন থেকে ৩০ মাইল দূরের শহর ফ্রিডেন্সবোর্গে রাজপরিবারের প্রাসাদে আছেন।

৮২ বছর বয়সী রানি দ্বিতীয় মার্গারেট ডেনমার্কের রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন গত ৫০ বছর ধরে। রানি এলিজাবেথ যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান ছিলেন ৭০ বছর। তার মৃত্যুর পর এখন সবচেয়ে দীর্ঘসময় ধরে রাষ্ট্রপ্রধান থাকার বৈশ্বিক রেকর্ডটি দ্বিতীয় মার্গারেটের।

১৯৪০ সালে রাজধানী কোপেনহেগেনে জন্ম নেন দ্বিতীয় মার্গারেট। তার বাবা ছিলেন রাজা নবম ফ্রেডেরিক।  

দ্বিতীয় মার্গারেটের তার আরও দুই বোন রয়েছে। কিন্তু পিতার জেষ্ঠ্য সন্তান হওয়ায় ১৯৭২ সালে নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর তিনিই সিংহাসনে আসীন হন।

ডেনমার্ককে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ব্যাপক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রানি দ্বিতীয় মার্গারেটের।