NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

ইউরোপায় গোলের খাতা খুললেন রোনালদো


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৪:০৫ এএম

>
ইউরোপায় গোলের খাতা খুললেন রোনালদো

২০ বছর পর ইউরোপা লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেরাটা আগের সপ্তাহে মোটেও ভালো হয়নি। নিজে ছাপ ফেলতে পারেননি ম্যাচে, দল ম্যানচেস্টার ইউনাইটেডও হেরে বসেছিল রিয়াল সোসিয়েদাদের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে শেরিফ তিরাসপোলের বিপক্ষে এমন নিয়তি হয়নি তার, তার দলেরও। গোল পেয়েছেন তিনি, ২-০ গোলে জিতেছে তার দলও।

রানী এলিজাবেথের মৃত্যুর প্রভাবে লিডসের বিপক্ষে ইউনাইটেডের পরের ম্যাচটা স্থগিত হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোর আগে এটাই ছিল রেড ডেভিলদের সর্বশেষ ম্যাচ। আগামী ২ অক্টোবর দলের পরের ম্যাচ। ফলে এই ম্যাচে পুরো শক্তির দল নিয়েই মাঠে নামেন রোনালদোরা। 

তার ওপর ইউরোপায় প্রথম ম্যাচ হারের ফলে দলের ওপর চাপ ছিল বৈকি! সঙ্গে যোগ করুন প্রতিপক্ষ শেরিফের সামর্থ্যকে, গেল বছরই যে শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বসেছিল দলটি! সে কারণেই কোচ এরিক টেন হাগ ছিলেন বেশ সতর্ক।

এরপরও অবশ্য শেরিফের মাঠে ইউনাইটেডের শুরুটা ভালো হয়নি। শুরুর দশটা মিনিট বেশ নড়বড়ে কেটেছে দলটির। তবে ইউনাইটেড সামলে নিয়েছে একটু পরই। প্রথম গোলটাও চলে আসে ১৭ মিনিটে। ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে গোল করেন জেডন স্যাঞ্চো। ফলে দ্বিতীয় ম্যাচে এসে গোলের খাতা খোলে ইউনাইটেড। 

এই এক গোলের পরও ইউনাইটেডের জয়টা নিশ্চিত ছিল না। এক গোলের লিড তো হারিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তেই! তবে ইউনাইটেড জয়টা নিশ্চিত করে ৩৮তম মিনিটে। প্রতিপক্ষ বক্সে ইউনাইটেড ফুলব্যাক ডিয়োগো ডালো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। সেখান থেকে গোলটা করেই চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পান রোনালদো। ইউরোপা লিগেও এটিই তার প্রথম গোল।

স্যাঞ্চোর পর রোনালদোর গোলে ২ গোলের লিড পাওয়া ইউনাইটেড বাকি সময়টা স্বাচ্ছন্দ্যেই পার করেছে। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে শেষে। দিনের অন্য খেলায় অমনিয়াকে ১-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। আগের ম্যাচে ইউনাইটেডকেও হারিয়েছিল দলটি। টানা দুই জয় নিয়ে গ্রুপের চূড়ায় আছে স্প্যানিশ এই ক্লাব। আর দুই ম্যাচে ১ জয় নিয়ে নিয়ে তাদের পরই অবস্থান ইউনাইটেডের।