NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

৮০ বছর পর সমাহিত করা হলো পার্ল হারবার হামলায় নিহত সেনাকে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৯ পিএম

>
৮০ বছর পর সমাহিত করা হলো পার্ল হারবার হামলায় নিহত সেনাকে

১৯৩৯ সালে শুরু হয়ে ১৯৪৫ সাল পর্যন্ত গড়ায় দ্বিতীয় পর্যন্ত। সেই যুদ্ধে ১৯৪১ সালের ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওপর একটি ভয়ানক আক্রমণ হয়। যেটি পার্ল হারবার আক্রমণ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের ওপর সেই আক্রমণের পেছনে ছিল জাপান।

পার্ল হারবার হামলায় এখনও চলছে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কাজ। সেই কাজেরই অংশ হিসেবে এই হামলায় শহীদ হওয়া ২১ বছর বয়সী এক সেনার মরদেহ সম্প্রতি শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার তাকে সমাহিত করা হয়।

প্রায় ৮০ বছর পর শনাক্ত হওয়া ওই মার্কিন সেনার নাম হারবার্ট জ্যাকোবসন। তিনি মার্কিন নৌ-বাহিনীতে কর্মরত ছিলেন।

জ্যাকোবসনের ভাগ্নে ব্র্যাড ম্যাকডোনাল্ড বলেছেন, ‘বিষয়টি এক ধরনের অমীমাংসিত রহস্য ছিল। কিন্তু এখন আমরা এর সমাধান পেয়েছি’।

দীর্ঘ অনেকগুলো বছর জ্যাকোবসনকে নিখোঁজের তালিকায় রাখা হয়েছিল। কিন্তু এবার আর্লিংটন জাতীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্বযুদ্ধের সময় গোটা বিশ্ব যে ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে তা বর্ণনা করা সহজ নয়। প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলে। বিশ্বের চার কোটি মানুষ সেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও এর আসল সংখ্যা আরও অনেক বেশি। প্রথম বিশ্বযুদ্ধ থেকে মানুষের ঠিক বেরিয়ে আশার আগেই ১৯৩৯ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।