NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

মুশফিকের অবসরে খারাপ লেগেছে পাপনের


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৬ এএম

>
মুশফিকের অবসরে খারাপ লেগেছে পাপনের

শেষ এক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিমকে সেভাবে চেনা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে হতাশাজনক পারফর্ম করার পর এ বছর এশিয়া কাপেও হতাশ করেন তিনি। এরপর দেশে ফিরে ২ সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যান মুশফিক। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, মুশফিকের অবসরে খারাপ লেগেছে তার।

গতকাল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আজ পাপন এসেছিলেন মিরপুরে টাইগারদের ক্যাম্প দেখতে। যদিও বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি একটি বলও। মাঠ ছাড়ার আগে বিসিবি বস কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

 

মুশফিকের অবসর নিয়ে পাপন বলেন, ‘মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান, শেষদিন পর্যন্ত বলে যাচ্ছি। হয়তো একেকটা ফরম্যাটে একেক সময় টিম কম্বিনেশনের কারণে অনেক কিছু হয় না, সেটা অন্য ইস্যু।’

পাপন বলেন, ‘ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো পরবর্তী বিশ্বকাপে অনেককে পাব না। এভাবে হয়তো তৈরি করতে চাচ্ছে নতুন কাউকে। সেটা এখনই বলা মুশকিল। সেক্ষেত্রে খেলোয়াড়রা নিজেরা ঘোষণা না করে যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা সম্মানের সাথে তাদের বিদায় দেওয়ার চেষ্টা করব সেটা যে ফরম্যাটেরই হোক।’

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কি না সে বিষয়ে নিশ্চিত নন বোর্ড সভাপতি। এছাড়া রিয়াদ যদি অবসর নিতে চায়, তাহলে মাঠ থেকেই সে সুযোগ দেওয়া হবে বলে জানান পাপন।

বিসিবি সভাপতি বলছিলেন, ‘যদি ও অবসর নিতে চায়, কিংবা রিয়াদকে যদি স্কোয়াডে জায়গা দিতে না পারি তাহলে ওকে সুযোগ দেওয়া উচিত মিনিমাম। এটুকু সম্মান তো করাই উচিত। কারণ রিয়াদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে সে আমাদের।’