NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

যশের ছবি ছাড়ার ঘোষণা, সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন নায়িকা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০০ এএম

>
যশের ছবি ছাড়ার ঘোষণা, সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন নায়িকা

অপেশাদার পরিচালক ও প্রযোজক, এই অভিযোগে ‘চিনে বাদাম’ সিনেমা ছাড়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন নায়ক যশ দাশগুপ্ত। মুক্তির ঠিক আগেই যশের এই ঘোষণায় চূড়ান্ত হতাশ অভিনেত্রী-প্রযোজক এনা সাহা এবং পরিচালক শিলাদিত্য মৌলিক।

মঙ্গলবার (৭ জুন) সংবাদ সম্মেলনে কেঁদে ফেলেন এনা। যশের এই ঘটনায় কতটা কষ্ট পেয়েছেন তা জানান অভিনেত্রী তথা ছবির অন্যতম প্রযোজক।

দুই পক্ষের মতপার্থক্যের কারণেই ‘চিনে বাদাম’ ছবি ছাড়ছেন, গত ৫ জুন সোশ্যাল মিডিয়ায় একথা জানান যশ। পরে তার মুখপাত্র জানান, চূড়ান্ত অপেশাদার ব্যবহারের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। দিনের পর দিন তিনি এসব সহ্য করছিলেন। কিন্তু আর সহ্য করতে পারেননি। এরপর থেকে ছবি সম্পর্কিত আর কোনো পোস্ট বা কাজ করবেন না যশ। ছবির প্রিমিয়ারেও অংশ নেবেন না তিনি।

যশের ঘোষণার পর মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন অভিনেত্রী-প্রযোজক এনা সাহা এবং ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক। সংবাদ সম্মেলনের শুরুতেই কেঁদে ফেলেন এনা। পরে নিজেকে সামলে নিয়ে অভিনেত্রী জানান, কেন আচমকা যশ এমন ঘোষণা করেছেন, তা বুঝতে পারছেন না তিনি। যশের এই ধরনের ব্যবহারে খুবই কষ্ট পেয়েছেন বলে জানান তিনি। নায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, পারেননি। যশের হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী? তা জানতে নুসরাতকেও ফোন করেছিলেন এনা। কিন্তু ফোনে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। 

যশের এমন ঘোষণায় অবাক হয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিকও। ছবির শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ সম্পূর্ণ। ফলে এখন আর মতপার্থক্যের সুযোগ নেই বলেই জানান তিনি। কী নিয়ে সমস্যা তা এখনও নিশ্চিতভাবে বুঝে উঠতে পারছেন না পরিচালক।  

এনার প্রযোজনাতেই ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ সিনেমা পরিচালনা করছেন শিলাদিত্য। তাতে আবার জুটি বেঁধেছেন যশ-নুসরত। সেই সিনেমার ভবিষ্যৎ কী? তাও বুঝতে পারছেন না এনা-শিলাদিত্য। আশা করছেন সেই সিনেমার মুক্তির আগেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে।