খবর প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৪, ১২:২৭ এএম
সাবেক ক্লাব পিএসজিতে আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসি এবং ক্লাবটির কোচ আরেক আর্জেন্টাইন মরিসিও পচেত্তিনোকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্যই করে বসেছেন আনহেল ডি মারিয়া। পচেত্তিনো পিএসজি থেকে বিদায় নিলেই নাকি ভাগ্য ফিরবে মেসির।
ফরাসি চ্যাম্পিয়নদের ডেরায় মেসির প্রথম মৌসুমটা ঠিক ‘মেসিসুলভ’ যায়নি। বিশেষ করে গোলমুখে তো নিজের ছায়া হয়ে থেকেছেন প্রায়। ৩৪ ম্যাচ খেলে করেছেন মাত্র ১১ গোল। এদিকে গুজন শোনা যাচ্ছে, শিগগিরই নাকি কোচ মরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করতে যাচ্ছে পিএসজি।
আর এমনটা যদি হয় সেটি মেসির জন্য সুখবর হবে বলেই মনে করছেন ডি মারিয়া, ‘মনে হচ্ছে পিএসজিও চায় তিনি (পচেত্তিনো) ক্লাব ছাড়ুক। অনেক বড় পরিবর্তন হবে। আমার মনে হয় মেসি এই পরিবর্তনের জোয়ার সামাল দিতে পারবে। এটা তাকে পরবর্তী মৌসুমে ভালো করতে সাহায্য করবে।’
ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, পচেত্তিনোর জায়গায় ফ্রান্সের কিংবদন্তি সাবেক ফুটবলার ও কোচ জিনেদিন জিদানকে চায় পিএসজি কর্তৃপক্ষ। তবে জিদান এখন এই দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা সেটাই এখন প্রশ্ন।