মশিউর রহমান মজুমদার প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৭ এএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে শনিবার বিকেলে নিউইয়র্কের আগ্রা প্যালেস পার্টি হলে এই ঈদ পূর্ণমিলনী ও কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি সোমা সৈয়দ ও সৈয়দ আবুল হাদি।
সভাপতি ডাঃ আজমল ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক ডাঃ হাফসা ইমাম।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এছাড়া কোভিড প্যানডামিকে যেসব চিকিৎসক মারা গেছেন তাদের স্বরণে মোমবাতি জ্বালিয়ে ৩০ সেকেন্ড নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সভাপতি ডাঃ আজমল ইউসুফ, এবং সংগঠনের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ডাঃ নাজমুল আলম।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের রোমন্থন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ডাঃ শাহীন নাজনীন, ডাঃ রুমানা সবুর, ডাঃ আব্দুস সবুর, ডাঃ গোলাম আশেক খান অপু।
অনুষ্ঠানে আগত স্পেশাল কয়েকজন অতিথিকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী ড: তনিমা হাদী ও ডা: শিউলী রায় অনষ্ঠানে সংগীত পরিবশেন করে দর্শকদের মোহিত করেন।
কার্যনির্বাহী সদস্য ডাঃ পরভেজ হোসেইন, ও কার্যনির্বাহী সদস্য ডাঃ হামীম ইবনে কাওসার দেশে থাকলেও তাদের অবদানের কথা উল্লেখ করে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাবেক উপদেষ্টা ডাঃ শাহ্ গিয়াসুদ্দিন, ডাঃ শাহীনা নাজনিন, বর্তমান উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ ডাঃ শাহেদ হাসনায়েন বাকুল, সংগঠনের সদস্য ডাঃ এমদাদুল হক, ডাঃ গাউস, ডাঃ রেজিনা আরজু নিপা, ডাঃ শাহাবুদ্দিন, ডাঃ রাধা সাহা, ডাঃ অঙ্কুর, ডাঃ মৌ, ডাঃ তারেক, ডাঃ হাসিনা, ডাঃ রুমা, ডাঃ ত্রিনা, ইয়ং ফিজিসিয়ান সেক্রেটারী ডাঃ আনেয়ার হোসেন ও অর্গানাইজিং সেক্রেটারী ডাঃ আনন্দ মালো, ডাঃ রাফি প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি ডাঃ আজমল ইউসুফ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।