NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

‘অদ্ভুত’ কারণে নিষিদ্ধ, বিশ্ব গণমাধ্যমে দুই টিটি খেলোয়াড়


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
‘অদ্ভুত’ কারণে নিষিদ্ধ, বিশ্ব গণমাধ্যমে দুই টিটি খেলোয়াড়

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। পুরুষ দলগত বিভাগে কোয়ার্টারে উঠে পদকের সম্ভাবনা জেগেছিল। টিটির নারী খেলোয়াড়রাও দেশবাসীকে জয় উপহার দিয়েছিল। তবে সেই নারী দলের দুই খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ নারী দ্বৈত বিভাগে অংশ না নিয়ে বেড়াতে গিয়ে তোপের মুখে পড়েছেন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক সভায় সে দুই নারী টেবিল টেনিস খেলোয়াড়কে শৃঙ্খলাজনিত কারণে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘অদ্ভুত’ কারণে দুই খেলোয়াড় নিষিদ্ধের খবরটি বিশ্ব গণমাধ্যমেও আলোচিত হয়েছে। ভারতের ইংরেজি সংবাদমাধ্যম দ্যা ব্রিজ দুই খেলোয়াড় নিষিদ্ধের সংবাদ প্রকাশ করে লিখেছে, ‘মেয়েদের একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত বিভাগে ৩টি ম্যাচ খেলার কথা সোমার। আর মৌয়ের শুধু দ্বৈত বিভাগে খেলার কথা ছিল। তবে তাদের দুজনের কেউই ম্যাচের দিন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেনি।’

এছাড়া ভারতের বাংলা ভাষার সংবাদমাধ্যম এই সময় দুই খেলোয়াড়ের নিষিদ্ধের খবর জানিয়ে লিখেছে, ‘কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে ডাবলস ইভেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের দুই খেলোয়াড় সোনম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ’র। কিন্তু ইভেন্টের দিন দু’জনেই উধাও হয়ে যান। তাদের ম্যাচ ছিল ৫ আগস্ট। কিন্তু সেই দিন তারা ছিলেন না বার্মিংহামে। এখানেই আয়োজিত হয়েছিল কমনওয়েলথ গেমস। ইভেন্টে না খেলে তারা লন্ডনে ঘুরতে গিয়েছিলেন। বিষয়টা তখনই জানা যায়।’ 

‘কাউকে না জানিয়ে এই ঘুরতে যাওয়াটা মোটেও মেনে নিতে পারেনি বাংলাদেশের টেবিল টেনিস ফেডারেশন। ঘুরতে যাওয়ার কারণে ওই দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে তারা। এতে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না এই দুই ক্রীড়াবিদ।’