NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

আফগানদের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

আফগানদের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: হাল ছাড়া নয়। শেষের আগে হারা নয়। নেতৃত্বে ফেরা সাকিবের এই মন্ত্রে অল্প রানে লড়াই করেছে বাংলাদেশ। কিন্তু নাগালে লক্ষ্য পাওয়া আফগানদের আটকানো সম্ভব হয়নি। শেষে দারুণ ব্যাটিং করে নয় বল থাকতে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে আফগানিস্তান। প্রথম দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে নাম লিখিয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক জানিয়ে শুরুতে ব্যাটিং নেন অধিনায়ক সাকিব আল হাসান। অথচ দুবাই স্টেডিয়ামে দুই ম্যাচের টস জয়ী দল পরে ব্যাটিং করে জিতেছে। ফ্রেশ উইকেটে সিদ্ধান্ত ভালো হয়নি শুরুর ব্যাটিং ব্যর্থতায় বুঝতে পারে বাংলাদেশ। ২৮ রানে হারায় ৪ উইকেট। একে একে ফিরে যান নাঈম শেখ (৬), এনামুল বিজয় (৫), সাকিব (১১) ও মুশফিকুর রহিম (১)। এরপর পাঁচে নামা আফিফ হোসেন এবং ছয়ে নামা মাহমুদউল্লাহ ধীর ব্যাটিংয়ে ২৫ রানের জুটি গড়েন। আফিফ ফিরে যান ১৫ বলে ১২ রান করে। মাহমুদউল্লাহও সুবিধা করতে পারেননি। তিনি ‘কচ্ছপ গতির’ ব্যাটিংয়ের বৃত্তে আটকা থেকে রশিদ খানের বলে ২৭ বলে এক চারে ২৫ করে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ বলে চারটি চার ও এক ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। এছাড়া শেখ মেহেদি ১২ বলে ১৪ রান যোগ করেন। জবাব দিতে নেমে ধীরে শুরু করা আফগানরা ১৫ রানে রহমানুল্লাহ গুরবাজকে হারায়। মাহমুদউল্লাহ তাকে জীবন দেওয়ার পরে সাকিবের বলে স্ট্যাম্পিং হন তিনি। অন্য ওপেনার হযরতুল্লাহ জাজাই ২৬ বলে তিন চারে ২৩ রান করেন। দলীয় রান তখন ৯.২ ওভারে ৪৫। মোহাম্মদ নবী ১৩তম ওভারের শেষ বলে আউট হন ৮ রান করে। দলটির রান তখন ৬২। শেষ ৭ ওভারে জয়ের জন্য ৬৬ রান দরকার ছিল আফগানদের। সহজ ছিল না কাজটা। কিন্তু পাঁচে নামা নাজিবুল্লাহ জাদরান ঝড়ো ইনিংস খেলে মুহূর্তে রান তুলে ফেলেন। তাকে সঙ্গ দেন তিনে নামা তরুণ আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। নাজিবুল্লাহ ১৭ বলে ছয়টি ছক্কা ও এক চারে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মুস্তাফিজ, শেখ মাহেদি ও সাইফউদ্দিনের ওপর চড়াও হন তিনি। ইব্রাহিম ৪১ বলে চারটি চারে ৪২ রানের হার না মানা ইনিংস খেলেন। আফগানিস্তানের হয়ে চার ওভারে যথাক্রমে ১৬ ও ২২ রান দিয়ে তিনটি করে উইকেট নিয়েছেন স্পিনার মুজিব উর ও রশিদ খান। পেসার ফজল হক ফারুকি উইকেট না নিলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ২৫ রান। বাংলাদেশের হয়ে সাকিব ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন একটি উইকেট। অন্য দুটি উইকেট নেন মোসাদ্দেক ও সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে জয়ের পর বাংলাদেশকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে গেল আফগানরা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে জয়ী দল এখন সুপার ফোরের টিকিট কাটবে। ম্যাচটি বৃহস্পতিবার মাঠে গড়াবে।