NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

অভিষিক্ত হলেন জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তারা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

অভিষিক্ত হলেন জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তারা
সিলেট এবং প্রবাসের অসহায় মানুষের কল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি ৯০ দিনের মধ্যে নিউইয়র্কে ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠার অঙ্গীকারে উত্তর আমেরিকায় সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’র নয়া কমিটির কর্মকর্তারা অভিষিক্ত হলেন। ২৯ আগস্ট সোমবার সন্ধ্যায় অনাড়ম্বর এ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মুনিরুল ইসলাম। তিনি বলেন,  জালালাবাদের নতুন কমিটির কর্মকর্তারা আন্তরিকতার সাথে দায়িত্ব চালিয়ে যাবেন বলে আশা করছি। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম নির্বাচিত সভাপতি বদরুল খানকে শপথ বাক্য পাঠ করান। এরপর অবশিষ্ট সকল কর্মকর্তার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি বদরুল খান। অভিষিক্তরা হলেন: সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ-সভাপতি-লোকমান হোসেন লোকো, মোহাম্মদ শাহীন কামালী, শফিউদ্দিন তালুকদার এবং বশির খান। সহ-সাধারণ সম্পাদক-রোকন হাকিম, কোষাধ্যক্ষ-মোহাম্মদ আলিম, সাংগঠনিক সম্পাদক-ইফজাল চৌধুরী, প্রচার ও দফতর সম্পাদক-ফয়সল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-হোসেন আহমেদ, ক্রীড়া সম্পাদক-মোন্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বোরহানউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক-জাহিদ আহমেদ খান, মহিলা বিষয়ক সম্পাদক-সুতিপা চৌধুরী, এবং নির্বাহী সদস্যরা হলেন হেলিম উদ্দিন, শামীম আহমেদ, দেলোয়ার হোসেন মানিক এবং মিজানুর রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজসহ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ছিলেন। ৬ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এম শাহীন, বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য নাসিরউদ্দিন, নির্বাচন কমিশনের সদস্য মিনহাজ আহমেদ সাম্মু ছাড়াও প্রবাসের আমব্রেলা সংগঠন ‘বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, জালালাবাদের বিদায়ী সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী শেফাজ, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা প্রমুখ।