যেভাবে বিশ্ব নেতৃত্ব ইহুদিদের কব্জায় ‘মোট ভোটারের মাত্র ২ শতাংশ ইহুদি, অথচ দখলে মার্কিন কংগ্রেসের ৩৫ শতাংশ’
খবর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৭ এএম

উত্তর আমেরিকাস্থ কুমিল্লা সোসাইটির অভিষেক উৎসবে আমেরিকান স্বপ্ন পূরণে মূলধারার রাজনীতিতে জোরালোভাবে সম্পৃক্ততার উদাত্ত আহ্বান জানানো হয়। উৎসবের প্রধান অতিথি জেবিবিএর প্রেসিডেন্ট এবং মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ এ প্রসঙ্গে উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রে মোট ভোটারের ২ শতাংশের কম হলেন জুইশ (ইহুদি) সম্প্রদায়ের লোক। অথচ কংগ্রেসের ৩৫ শতাংশ তাদের দখলে। অর্থাৎ ৪৩৫ জন কংগ্রেসম্যানের ১৫০ জনই ইহুদি। একই হার ১০০ আসনের সিনেটেও। এ হিসাব অবিশ্বাস্য এবং জটিল বলে মনে হলেও তা মেলানো খুব সহজ। কারণ, ভোটার হিসেবে তালিকাভুক্ত সকল ইহুদিই কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় তারা সকলেই সরব থাকেন অর্থাৎ পছন্দের প্রার্থীর নির্বাচনী তহবিলে চাঁদা দিতেও কার্পণ্য করেন না।’
‘আর এ কারণেই ইহুদিরা শুধু যুক্তরাষ্ট্রের নেতৃত্বই নিয়ন্ত্রণ করেন না, সারাবিশ্ব তাদের নিয়ন্ত্রণে,’ উল্লেখ করেন গিয়াস আহমেদ।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশি আমেরিকান তথা দক্ষিণ এশিয়ানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও নির্বাচনী ময়দানে আমরা এখনও তেমনভাবে সরব হতে পারিনি। এই শূন্যতা কাটিয়ে উঠতে হবে সিটিজেনদেরকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হবার মধ্য দিয়ে।’
গিয়াস উল্লেখ করেন, প্রবাস প্রজন্মকেও মার্কিন রাজনীতির সাথে যুক্ত হবার উৎসাহ জোগাতে হবে।
২১ অগাস্ট সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত ‘কুমিল্লা সোসাইটি’র নয়া কমিটির অভিষেক উপলক্ষে সর্বস্তরের প্রবাসীর বিপুল সমাগম ঘটেছিল। বক্তাগণের অধিকাংশই নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিতি রাখার পাশাপাশি মার্কিন রাজনীতির সাথেও ওৎপ্রোতভাবে জড়িয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।
পারিবারিক মূল্যবোধ জাগ্রত রেখে বহুজাতিক এ সমাজে নিজেদের অবস্থানকে সমৃদ্ধ করার পরামর্শও দিয়েছেন বক্তারা।
অভিষিক্ত কমিটির সভাপতি কাজী আসাদ উল্লাহ সভাপতিত্বে এবং অধ্যাপক মনির খানের সাবলিল উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘গেস্ট অব অনার’ হিসেবে কমিউনিটি লিডার জসিমউদ্দিন ভিপি এবং মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারি এবং ডা. ইনামুল হক, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী, সহ-সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ জহিরুল ইসলাম, বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ মহিউদ্দিন, সরোয়ার খান বাবু, মিয়া মুহম্মদ দুলাল প্রমুখ।
বেলুন উড়িয়ে বিপুল করতালির মধ্যে উৎসবের আমেজে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজনীতিক ও ব্যবসায়ী হাজী জসীম উদ্দিন এবং শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতাগণের অন্যতম সরকার ইসলাম। নয়া সভাপতি কাজী আসাদ উল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন কল্যাণমূলক সকল কাজে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্যে।
বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন কাজী আব্দুর রহিম মাস্টার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ইউনূস সরকার, জাহাঙ্গীর আলম সরকার, কাজী তোফায়েল ইসলাম প্রমুখ।
শেষ পর্বে হৃদয় উজার করা গানে সকলকে আপ্লুত করেছেন কৃষ্ণা তিথি, আজগর আলিম, রিপন, দেলোয়ার এবং মিথিলা।