থাইল্যান্ডের দক্ষিণ-মধ্যাঞ্চলে একটি পুলিশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ব্যাংকক থেকে সংবাদমাধ্যমটি জানায়, কানচানাবুরি পুলিশ এভিয়েশন ইউনিটের একটি বেল ২১২ মডেলের হেলিকপ্টার প্রাচুয়াপ খিরিখান প্রদেশের একটি গ্রামের কাছে ভূপাতিত হয়।
রয়্যাল থাই পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলট ও এক যান্ত্রিককর্মী মারা গেছেন।