NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৫, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭৬


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭৬

ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। এই ৭৬ জনের মধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন। 

শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে এই নিহতের ঘটনা ঘটে। গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে খবর আল জাজিরার।

 

খবরে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে ৭৬ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরো অন্তত ১৮৫ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

শুগাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৩৮২ জন আহত হয়েছেন। 


 

তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।