খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৩ এএম
জিবিনিউজ24ডেস্ক//
চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাইনুলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত জেসমিন আক্তার পটিয়া পৌরসভার সাবেক মেয়র এবং জাতীয় পার্টির সাবেক নেতা শামসুল আলম মাস্টারের স্ত্রী। মাইনুল তাদের বড় ছেলে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) র্যাবের চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতো মাইনুল। নেশায় আসক্ত ছিল, নিয়মিত গাঁজা-ইয়াবা সেবন করত। এসব কারণে তাকে নিয়ে মা-বাবা চিন্তায় থাকতেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। ২০১৩ সালে প্রথম মামলা হয়। এসব থেকে ছেলেকে বাঁচাতে ২০১৭ সালে অষ্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। কিন্তু দুই বছর পর সে দেশে চলে আসে। এরপর আবারও উচ্ছৃঙ্খল চলাফেরা শুরু করে সে। মাইনুলের প্রতি তার বাবাও সন্তুষ্ট ছিলেন না। জীবদ্দশায় তার বাবাও তাকে কোনো সম্পত্তি লিখে দিয়ে যাননি। মাইনুল এইচএসসি পাসের পর আর লেখাপড়া করেননি।