NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ২২, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা প্রত্যাবাসনে গত সাত মাসে যে কাজ হয়েছে ৭ বছরেও তা হয়নি মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার ট্রাম্পের কাছে এবার অপমানিত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৩, পশ্চিম তীরে কূটনীতিকদের লক্ষ্য করে গুলি যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়ার পেছনে কোনো ইস্যু নেই: উপদেষ্টা ভারতের বিধি-নিষেধ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ : আসিফ মাহমুদ ট্রাম্পের করছাড়: বাজেট বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেটেলারদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা, চাপ বাড়লেও থামছে না ইসরায়েল
Logo
logo

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৩, পশ্চিম তীরে কূটনীতিকদের লক্ষ্য করে গুলি


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৫, ১০:০৫ এএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৩, পশ্চিম তীরে কূটনীতিকদের লক্ষ্য করে গুলি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মানবিক সংকটও চরমে পৌঁছেছে। বুধবার (২১ মে) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় অঞ্চলটিতে অন্তত ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল সূত্রগুলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মধ্যরাতের পর থেকে দেইর আল-বালাহ শহরের একটি গুদামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর চালানো বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো বলছে, নিহতের সংখ্যা ১০, যাদের বয়স ৭ থেকে ৫১ বছরের মধ্যে।

 

এদিকে, পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ওই এলাকায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং মানবিক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

 

খাদ্য-চিকিৎসার অভাবে গাজাবাসী

জাতিসংঘের প্রধান মুখপাত্র জানিয়েছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ ঢুকছে, তা ‘ক্ষুধার্ত জনগণের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল’।

চিকিৎসাসেবার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। হাসপাতালগুলো কার্যত অচল। হৃদরোগ ও রক্তনালিজনিত অস্ত্রোপচারের সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। জরুরি সরঞ্জাম ও ওষুধের অভাবে অনেক অস্ত্রোপচার বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন পুরোনো যন্ত্রপাতি পুনর্ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

মেডিকেল ওয়্যারহাউজগুলোতে যা কিছু মজুত আছে, তা দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহ চলা সম্ভব বলে সতর্ক করেছেন তারা। এরপর দৈনিক কিছুসংখ্যক জীবনরক্ষাকারী অস্ত্রোপচার চালিয়ে যাওয়ার জন্য কঠোর বাছাইনীতি প্রণয়ন করতে হবে।

 

ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞার কারণে চিকিৎসাসামগ্রী ঢুকতে না পারায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানান চিকিৎসা কর্মীরা।

 

 

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলের চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫৩ হাজার ৬৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৯৫০ জন। গাজা সরকারের মিডিয়া অফিসের মতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনো নিখোঁজ, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। তাদের যোগ করলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।