NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ২২, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা প্রত্যাবাসনে গত সাত মাসে যে কাজ হয়েছে ৭ বছরেও তা হয়নি মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার ট্রাম্পের কাছে এবার অপমানিত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৩, পশ্চিম তীরে কূটনীতিকদের লক্ষ্য করে গুলি যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়ার পেছনে কোনো ইস্যু নেই: উপদেষ্টা ভারতের বিধি-নিষেধ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ : আসিফ মাহমুদ ট্রাম্পের করছাড়: বাজেট বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেটেলারদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা, চাপ বাড়লেও থামছে না ইসরায়েল
Logo
logo

সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইইউ


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৫, ১০:০৫ পিএম

সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কাল্লাস।

ব্রাসেলসে মন্ত্রীদের সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা এক পোস্টে কাল্লাস বলেন, আমরা সিরিয়ার জনগণকে একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ সিরিয়া গড়ে তুলতে সহায়তা করতে চাই।

 

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবেন। এরপরই ইউরোপীয় ইউনিয়ন এমন সিদ্ধান্ত নিলো।

কাল্লাস বলেন, গত ১৪ বছর ধরেই ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার জনগণের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে।

 

তবে বাশার আল-আসাদের সরকার সম্পর্কিত ও নিরাপত্তাজনিত কারণে আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আরও কিছু টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপ করবে, যা মানবাধিকার লঙ্ঘনকারী এবং সিরিয়ায় অস্থিতিশীলতা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর হবে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি এক্স-এ বলেন, ইইউর এই সিদ্ধান্ত সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে।

 

পরে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা প্রত্যাহার নতুনভাবে আন্তর্জাতিক সম্পৃক্ততার পথ খুলে দেবে।

এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি, পরিবহন ও পুনর্গঠন সংক্রান্ত নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের ওপর কিছুটা শিথিলতা এনেছে। তবে কিছু সদস্য রাষ্ট্র মনে করছে, এসব পদক্ষেপ সিরিয়ার রাজনৈতিক রূপান্তর ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যথেষ্ট নয়।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার সঙ্গে নতুনভাবে সম্পর্ক শুরু করতে চায়। তবে আমরা আশা করি, দেশটির অভ্যন্তরে এমন একটি অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ করা হবে যাতে সকল জনগোষ্ঠী ও ধর্মীয় গোষ্ঠী অন্তর্ভুক্ত থাকে।