NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৫, ০৯:০৫ এএম

আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের

১৯১ রানের পুঁজি গড়ে তোলার পরই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ টাইগার বোলারদের ফাঁকি দিয়ে ১৯২ রান করা এত সহজ হওয়ার কথা নয় আরব আমিরাতের ব্যাটারদের জন্য।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত সেটাই হলো। বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ২০ ওভারের শেষ বলে গিয়ে ১৬৪ রানে অলআউট হলো আরব আমিরাত। ফলে ২৭ রানের দারুণ এক জয়ে ২ ম্যাচের সিরিজ শুরু করলো বাংলাদেশ।

 

হাসান মাহমুদ নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান। এছাড়া তানভির ইসলাম নেন ১ উইকেট।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের করা ১৯১ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো করেছিল আরব আমিরাত। ৩.৫ ওভার, তথা ২৩ বলেই গড়ে ফেলে ৪০ রানের জুটি। উদ্বোধনী জুটিকে ভেঙে দেন হাসান মাহমুদ। ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান মোহাম্মদ জোহাইব। পরের ওভারেই আলিশান শরাফু মোস্তাফিজের বলে আউট হন মাত্র ১ রান করে।

 

তৃতীয় উইউকেট জুটি ভারোই চ্যালেঞ্জ জানায়। মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া মিলে ৬২ রানের জুটি গড়ে ফেলেন। রানও তুলছিলেন দ্রুত গতিতে। এ সময় তানজিম হাসান সাকিবের বলে আউট হন হাফ সেঞ্চুরি করা অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ৩৯ বলে ৫৪ রান করেন তিনি।

রাহুল চোপড়া ২২ বলে করেন ৩৫ রান। আসিফ খানও ঝড় তোলার চেষ্টা করেন। ২১ বল খেলে ৪২ রান করে আউট হন তিনি। নিচের দিকের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি তারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকটে হারিয়ে সংগ্রহ করে ১৯১ রান। ক্যারিয়ারের ১ম সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। ৫৪ বলে ১০০ রান করে আউট হন পারভেজ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন তাওহিদ হৃদয়। ১৩ রান করেন জাকের আলি অনিক, ১১ রান করেন লিটন দাস ও ১০ রান করেন তানজিদ তামিম।