NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

‘হুবহু কপি’, আমিরের সিনেমার বিরুদ্ধে নকলের অভিযোগ


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

‘হুবহু কপি’, আমিরের সিনেমার বিরুদ্ধে নকলের অভিযোগ

প্রতীক্ষা ছিল সিনেমাটি ঘিরে। ফিরছেন আমির খান। সেটিও তার আইকনিক সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়াল নিয়ে! এ যেন সোনায় সোহাগা আমির ভক্তদের জন্য। দীর্ঘদিন ধরেই সিনেমাটি ঘিরে উন্মাদনা দর্শকদের মাঝে।

মঙ্গলবার (১৩ মে) ট্রেলার মুক্তির পর সেই উন্মাদনা আরো বহুগুনে বেড়েছে। তবে হঠাৎ করেই বিতর্কে নাম জড়াল খান সাহেবের। তার আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’ একটি স্প্যানিশ সিনেমার নকল! যে স্প্যানিশ সিনেমাটি ইতোমধ্যে রিমেকও করেছে হলিউড! 

 


 

ইন্টারনেট জুড়ে এখন তীব্র সমালোচনা, অনেকেই বলছেন আমিরের সিনেমাটি স্প্যানিশ হিট সিনেমা ‘চ্যাম্পিয়নস’-এর হুবহু নকল। ‘চ্যাম্পিয়নস’ সিনেমার কাহিনিতে দেখা যায়, একজন বাস্কেটবল কোচ বিশেষ ভাবে সক্ষম একদল খেলোয়াড়কে কোচিংয়ের দায়িত্ব নেন।

এরপর ধীরে ধীরে তার জীবন বদলে যেতে থাকে। ‘সিতারে জামিন পার’ সিনেমার ট্রেলারেও একইরকম গল্প দেখা যাচ্ছে। প্রশ্ন তুলেছেন সমালোচকরা। একেবারে হলিউড সিনেমার সব কটা দৃশ্যের প্রতিটা সিকোয়েন্সের পাশে রেখে প্রমাণও দিয়েছেন।
যেসব পোস্ট ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে ইন্টারনেটে। 

 


 

সোশ্যাল প্লাটফরম রেডিটে এখন ভাইরাল একটি থ্রেডে ‘সিতারে জামিন পার’-এর ট্রেলারের সঙ্গে ‘চ্যাম্পিয়নস’-এর দৃশ্য মিলিয়ে পোস্ট করা হয়েছে। একদম ফ্রেম-টু-ফ্রেম কপির অভিযোগ আনা হচ্ছে। সেখানে এক ব্যবহারকারী লিখেছেন, ‘হুবহু কপি’।, অন্য একজনের মন্তব্য, ‘ফরেস্ট গাম্পের পরে আবার রিমেক করার ঝুঁকি নেওয়াই উচিত হয়নি আমিরের।

’ আরেকজন লেখেন, ‘এই ছবি অন্তত ফরেস্ট গাম্পের মতো জনপ্রিয় নয়, তাই অনেকেই হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এটা কোনও ভাল দিক নয়।’ কেউ কেউ লিখেছেন, ‘পারফেকশনিস্ট এখন পারফেক্ট কপিয়ারে পরিণত হয়েছেন।’

 

অন্যদিকে আমির ভক্তদের তাদের প্রিয় তারকার হয়ে প্রতিবাদ জানাতেও দেখা গেছে। আমির খানের পক্ষ নিয়ে তাদের দাবি, এটি স্প্যানিশ সিনেমাটির অফিসিয়াল রিমেক। আর সেটা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। তাই কপি বিতর্ক মোটেই গ্রহণযোগ্য নয়। কারো কারো মতে, এটা রিমেক না আসল সেটা কেউ পাত্তা দেয় না। আসল ব্যাপার হলো, সিনেমাটা ভালো কি না।

অবশ্য এই প্রথম নয়! আমির খান প্রযোজিত তথা কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’-এর বিরুদ্ধেও গল্প চুরির অভিযোগ উঠেছিল। তখন লাপাতা লেডিসের লেখক সেই অভিযোগ অস্বীকার করে জানান, তার গল্পটি আরো আগের লেখা।


 

আর এস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জমিন পার’ হল ২০০৭ সালের হিট সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল। আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে ১০জন নতুন অভিনয়শিল্পী অভিনয় করেছেন, যারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। জেনেলিয়া ডি সুজা আমির খানের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি।