NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

‘তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন’, বাংলাদেশের মারিয়াকে শচীন


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৬ এএম

>
‘তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন’, বাংলাদেশের মারিয়াকে শচীন

ভারতের কিংবদন্তিতুল্য ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে কথা বলেছেন বাংলাদেশ অ-১৯ নারী দলের অধিনায়ক মারিয়া মান্ডা। ইউনিসেফের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়। ভার্চুয়াল ওই সংলাপে এ দুজনের সঙ্গে ছিলেন ভারতের নারী ফুটবলার অংশু কাশ্যপও। সেই আলাপে শচীনের সঙ্গে শুধু কথাই হয়নি, কিংবদন্তিতুল্য এই ক্রিকেটারের বেশ প্রশংসাও পেয়েছেন তিনি।

ভিডিও কলে শচীনের সঙ্গে আলাপটা শুরু হয় শচীনের বাংলা কথা দিয়ে। তিনি বলেন, ‘কেমন আছ মারিয়া?’ এরপর মারিয়া বলেন, ‘আমি ভালো আছি, আপনি কেমন আছেন।’ শচীন হেসে জবাব দেন, ‘ভালো, আমি ভালো আছি।’ এরপরই শচীন মারিয়া মান্ডাকে প্রশংসা করে বলেন, ‘তুমি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন।’ 

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার এরপর চাপ সামলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপায় বাতলে দেন দু’জনকে। তিনি বলেন, ‘অতীত ভুলে বর্তমানে জোর দাও।’ জিজ্ঞেস করেন করোনাকালে ফিট থাকার মন্ত্রও।

উত্তরে মারিয়া বলেন, ‘আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া সূচি মেনে আমরা অনুশীলন করেছি।’ শচীনের সঙ্গে আরও কিছুক্ষণ আলাপচারিতা হয় দুই নারী ফুটবলারের। এরপর সবাইকে ধন্যবাদ জানান লিটল মাস্টার।

সেই সংলাপের ভিডিও ব্যক্তিগত ফেসবুকে প্রকাশ করেছেন মারিয়া। সেখানে নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়ে ইউনিসেফকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ‘আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইউনিসেফ দক্ষিণ এশিয়ার শুভেচ্ছা দূত এবং আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের সাথে আমার এবং আংশুর ইউনিসেফের মাধ্যমে কথা বলার  সু্যোগ হয়েছিল। আমাদেরকে উনি শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে পরামর্শ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ইউনিসেফ। এত বড় সুযোগ করে দেওয়ার জন্য।’