NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটে পরিবর্তন বাংলাদেশ এয়ারলাইন্স মহাসড়ক ব্লকেড নয়, জেলায় জেলায় স্বতঃস্ফূর্ত জমায়েত করুন: হাসনাত জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আমরা আর্টিস্টরা অনেক স্বার্থপর: জয়া আহসান নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ
Logo
logo

ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে বিমানের টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার (৯ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, আজ ৯ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো, লন্ডন এবং রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬ ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে তিনটায় (৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে)। তবে টরেন্টো থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

ঢাকা-লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২ ঢাকা থেকে উড্ডয়নের সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৭টায় (৪০ মিনিট এগিয়ে আনা হয়েছে)। তবে লন্ডন থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

 

শুধু বৃহস্পতিবারের জন্য ঢাকা-লন্ডন ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টায় (৫০ মিনিট এগিয়ে আনা হয়েছে)।

এছাড়া ঢাকা-রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬ ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত সাড়ে ১১টার পরিবর্তে ১০টা ৪৫ মিনিট। তবে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

বিদ্যমান পরিস্থিতিতে যাত্রীদের পরিবর্তিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।