NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে
Logo
logo

প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ১১:০৫ এএম

প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নাজুক অবস্থা। ম্যানচেস্টার ইউনাইটেড ১৫তম আর টটেনহ্যাম হটস্পার ১৬তম অবস্থানে। ইপিএলে চরম ব্যর্থতার পরিচয় দেওয়া এই দলই কিনা নাম লেখালো ইউরোপ লিগের ফাইনালে!

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের জয়ে তারা নাম লিখিয়েছে ফাইনালে।

 

অথচ ম্যাচে সমান তালেই লড়েছিল বিলবাও। ৩১ মিনিটে মিকেল জুয়ারেজিগারের গোলে এগিয়ে গিয়েছিল তারাই। ৭১ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখে সফরকারীরা। এরপর কেবলই ম্যানইউর গল্প।

৭২ মিনিটে মেসন মাউন্ট সমতা ফেরানোর সাত মিনিটের মাথায় ২-১ করেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ৮৫ মিনিটে রাসমুস হজল্যান্ড এবং ইনজুরি টাইমে (৯১ মিনিটে) মাউন্ট নিজের দ্বিতীয় গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

 

এদিকে বোডো/গ্লিমটের মাঠে খেলতে গিয়ে ৬ মিনিটের ব্যবধানে ২-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে টটেনহ্যাম। ৬৩ মিনিটে ডোমিনিক সোলাঙ্কি এবং ৬৯ মিনিটে পেদ্রো পোরো গোল করে জয় নিশ্চিত করেন। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে টটেনহ্যাম।

 

 

 

২১ মে রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগের ফাইনালে দেখা যাবে ‘ইংলিশ ডার্বি’।