NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

স্টেডিয়ামের কাছে ড্রোন হামলা, নাহিদ রানার দলের ম্যাচ স্থগিত


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

স্টেডিয়ামের কাছে ড্রোন হামলা, নাহিদ রানার দলের ম্যাচ স্থগিত

পেহেলগাম হামলার জেরে যুদ্ধে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই একে অপরের ওপর আক্রমণ-পাল্টা আক্রমণ চালাচ্ছে। এর মধ্যে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ভারত ড্রোন হামলা চালানোয় নিরাপত্তার স্বার্থে রাওয়ালপিন্ডি ও লাহোর থেকে বাকি ম্যাচ করাচিতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লাহোর, গুজরানওয়ালা এবং রাওয়ালপিন্ডিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ভারত। এর মধ্যে একটি হামলা রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিকটবর্তী এলাকায় সংঘটিত হয়, যার কারণে বৃহস্পতিবার রাতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

 

পেশোয়ার জালমি শিবিরে আছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সে। দুজনই নিরাপদে আছেন বলে জানা গেছে।

তবে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হলে পিসিবি পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অথবা কাতারে স্থানান্তরের কথা ভাবছে। এ বিষয়ে বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক ভেন্যুর লজিস্টিক সুবিধা মূল্যায়ন করছে।

 

প্রথমে রাওয়ালপিন্ডি পরবর্তী ধাপের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত ছিল। দলগুলো ইতিমধ্যে পিন্ডি স্টেডিয়ামের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বর্তমান সংকটজনিত কারণে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

 

 

 

এছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়েও পুনর্বিবেচনা চলছে। যদি নিরাপত্তা পরিস্থিতি উন্নতি না ঘটে, তবে বিদেশি ভেন্যুতে সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে যাতে খেলা নিরাপদে অনুষ্ঠিত হতে পারে।