NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৫:০৫ পিএম

বৈশাখীর হিরন্ময় সংগীত বিশ্ব বাঙালির মহামিলনের উৎস  পালন করেছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা

হাকিকুল ইসলাম খোকন, 

অরল্যান্ডো শনিবার ,তেসরা মে : কি ফুল ফুটাবে তুমি হে বৈশাখ ? তোমার শাখায় সে কথা তুমিই  জানো , হয়তোবা তুমি জানোনা, তোমার প্রথম দিনে বিধাতার মৌন অনুরোধ পারেনা হেলিতে | তাই ঘুরে ঘুরে আসে, বারে বারে আসে চৈত্রের শেষে | বাঙালির সাংস্কিতিক ঐতিহ্য, আত্মপরিচয় আদিকাল থেকে এ ভূখণ্ডের মানুষদের ঐক্যবদ্ধ করেছে | যার রংধনু রস্মি ভৌগোলিক সীমা অতিক্রম করে বাঙালি নিয়ে গেছে দেশে দেশে | এ বৈশাখ সংগীত আজ বিশ্ব বাঙালির মহামিলন ও ঐক্যের উৎস যা, বাংলাদেশ সোসাইটি লালন করে আসছে দীর্ঘ উনিশ বছর ধরে | বাঙালির হাজার বছরের আত্মপরিচয়ের ঠিকানা তুলে ধরতে ,শিখরের খুসবু ছড়িয়ে দিতে নব আনন্দে নতুন বছরকে সকল বাঙালি এক মোহনায় উপনীত হয়েছে অরলান্ডোর 'আপনা' খ্যাত বৈশাখী চত্বরে | স্বদেশগত ভাবনায় উন্মন অধীর প্রাণের পরশ নিতে সবাই ছুঁটে এসেছে যুক্তরাষ্টে অংকিত দীর্ঘায়িত আলপনা কর্নারে |

এটা আমাদের গৌরব দীপ্ত সংকৃতির প্রজ্জল বীজপত্র  | যার স্রষ্টা শিল্পী সিনিগধা লিপি | এই ক্যানভাসের পাদদেশে দাঁড়িয়ে শিশু, কপোত কপোতীরা ছবি তোলার ভীড় জমিয়েছে রাত বারোটা পর্যন্ত | বিশাল চত্বরে তাবু টানিয়ে বসেছিল মেলা | প্রচুর শাড়ি চুড়ি কাপড় প্রসাধনী বিক্রী হয়েছে মধ্যে রাত পর্যন্ত | ছিল পান্তা ইলিশ , চটপটি , চা , মিষ্টি , পিঠা ,খাবারের রকমারি আয়োজন |

 

 

উচ্ছল আনন্দে আড্ডায় খাওয়ায় বিভোর হয়েছে আগতকরা | এদিকে অপরূপা বৈশাখী সাজে  আপনা অডিটোরিয়াম মঞ্চে সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে শিশুদের যেমন খুশী তেমন সাজো সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা | খবর বাপসনিউজ ।প্রত্যেকটি মা এনেছেন সন্তানদের সাজিয়ে | চিরন্তন বাংলার বধূ ,জামাই ,কৃষক , জেলে , ঘটক , শিক্ষক , বেদে কতকি | সবাইকে তাক লাগিয়ে  ঈশান (ঘটক )প্রথম হয়েছে , দ্বিতীয় হয়েছে আজান ( জেলে ), তৃতীয় হয়েছে হাফসা   (শিক্ষিকা } দর্শকদের নজর করেছে অতুলনীয় লাল শাড়ী সজ্জিত ক্ষুদে শিশু | বাদ্যযন্ত্র ঢোল বাঁশি প্ল্যাকার্ড নিয়ে লাল সাদা শাড়ী পরিহিতা বৈশাখী নারী ,পুরুষদের মিছিল প্রদক্ষিণ ছিল চিত্তাকর্ষক ও নূতনত্ব | 

 

মনখোরাকের মহৌষধ ছিল সংগীত সন্ধ্যা | এতে অংশ নেন অরল্যান্ডো , কিসিমি , টেম্পার শিল্পীরা | তবে গেস্ট আর্টিস্ট রুখসানা মির্জা ও প্রেমা রহমান ছিলেন অনন্যা | তাদের গানের মুগ্ধতায় দর্শককুল  বিমোহিত হয়েছে | সাড়া জাগানো রাফেল ড্রুতে প্রথম হয়েছে শোভন , দ্বিতীয় মিলু , তৃতীয় সাজিদ ( মেলবোর্ন )| যাদের অক্লান্ত পরিশ্রমে, পৃষ্ঠপোকতায় এই অনিন্দতম নবকিরণ বৈশাখ প্রজ্জ্বলিত হয়েছে তাদেরকে অভিনন্দন | 

 

বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার সভাপতি, সেক্রেটারি সহ অগণিত সভ্যদের বিরামহীন প্রচেষ্টায় বৈশাখীর এই স্বার্থক রূপায়ণ সেন্ট্রাল ফ্লোরিডা বাসীদের উদ্ভাসিত করবে অনাদিকাল | সমগ্র অনুষ্ঠানটি ছিল প্রবাসের আনন্দ উৎসবের বাতিঘর/