NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
‘আজ তাক বাংলা’র প্রতিবেদন পরিকল্পিত অপপ্রচারের অংশ: প্রেস উইং যে কারণে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড দল ঘোষণা বাংলাদেশের, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন উর্দুতে ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, সতর্ক থাকার আহ্বান সোমবার নয়, মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া পুরানা পল্টনে আগুন ১১ তলা ভবনের ছাদজুড়ে টিনশেড, ভেতরে ছিল বৈদ্যুতিক যন্ত্রাংশ অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে ফের আলবানিজের জয়
Logo
logo

সৌদি আরবে জানুয়ারির পর ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

সৌদি আরবে জানুয়ারির পর ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে সন্ত্রাসবাদ সম্পর্কিত অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংবাদমাধ্যম এএফপির হিসাব অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কমপক্ষে ১০০ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদে জড়িত থাকার জন্য দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

এই বছর মৃত্যুদণ্ড কার্যকর করা ১০০ জনের মধ্যে ৫৯ জন মাদকসম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তি ছিলেন, যাদের মধ্যে ৪৩ জন বিদেশী নাগরিক।

অ্যাডভোকেসি গোষ্ঠীগুলো মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে।

 

মানবাধিকার গোষ্ঠী রিপ্রিভের জিদ বাসয়ৌনি এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক অংশীদাররা এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতি চোখ বন্ধ রাখতে ইচ্ছুক। কারণ সৌদি আরব আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়ার হয়ে উঠেছে।

প্রায় তিন বছর বিরতির পর ২০২২ সালের শেষের দিকে সৌদি কর্তৃপক্ষ মাদক সম্পর্কিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড পুনরায় শুরু করে।

সৌদি আরবে গত বছর কমপক্ষে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা ২০২৩ সালের ১৭০ জনের চেয়ে প্রায় দ্বিগুণ। ২০২২ সালে দেশটিতে ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

 

সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড ব্যবহারকারী দেশগুলোর মধ্যে একটি।

২০২২ সালের মার্চ মাসে একদিনে ৮১ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল।

এদিকে সৌদি আরবের কাছে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের আগে এই অনুমোদন দেওয়া হলো।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কংগ্রেসকে এই চুক্তির বিষয়ে অবহিত করা হয়েছে। এরমধ্যে এক হাজার মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে।