NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
‘আজ তাক বাংলা’র প্রতিবেদন পরিকল্পিত অপপ্রচারের অংশ: প্রেস উইং যে কারণে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড দল ঘোষণা বাংলাদেশের, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন উর্দুতে ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, সতর্ক থাকার আহ্বান সোমবার নয়, মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া পুরানা পল্টনে আগুন ১১ তলা ভবনের ছাদজুড়ে টিনশেড, ভেতরে ছিল বৈদ্যুতিক যন্ত্রাংশ অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে ফের আলবানিজের জয়
Logo
logo

এবার ‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ করলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

এবার ‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ করলেন ট্রাম্প

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় গুরু পোপ হওয়ার ইচ্ছা প্রকাশের কয়েকদিন পর, পোপের পোশাক পরিহিত একটি ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২ মে) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট।

ভাইরাল হওয়া ছবিটি পরে হোয়াইট হাউজের এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। ছবিটিতে দেখা যায়, পোপের পোশাকে গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন ট্রাম্প। উঁচিয়ে আছেন ডান হাতের তর্জনী।

 

এদিকে, ট্রাম্পের এই ছবিটি নিয়ে চটেছেন অনেক নেটিজেন। অনেকে ট্রাম্পকে পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে উপহাস করার অভিযোগও করেছেন।

গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। এরপর গত ২৬ এপ্রিল সেন্ট পিটার্স স্কয়ারে অন্ত্যেষ্টিক্রিয়ার পর তাকে রোমের ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওরে সমাহিত করা হয়। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও।

 

ভ্যাটিকানে কার্ডিনালরা সমবেত হয়ে নির্ধারণ করলেন ক্যাথলিক চার্চের ২৬৭তম ধর্মগুরু। রয়টার্সের এক প্রতিবেদন মতে, ২৯ এপ্রিল ট্রাম্পকে প্রশ্ন করা হয়, পরবর্তী পোপ হিসেবে তিনি কাকে দেখতে চান- প্রশ্নের জবাবে ট্রাম্প মজা করে বলেন, আমি নিজেই পরবর্তী পোপ হতে চাই। এটা এখন আমার এক নম্বর পছন্দ।

রসিকতা করার পরপরই অবশ্য কে আসলে এই দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত দেন মার্কিন প্রেসিডেন্ট। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কোনো পছন্দ নেই। তবে আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউইয়র্কের একটি এলাকা থেকে এসেছেন। তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।

সূত্র: রয়টার্স