NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, সতর্ক থাকার আহ্বান সোমবার নয়, মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া পুরানা পল্টনে আগুন ১১ তলা ভবনের ছাদজুড়ে টিনশেড, ভেতরে ছিল বৈদ্যুতিক যন্ত্রাংশ অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে ফের আলবানিজের জয় এবার ‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ করলেন ট্রাম্প সবার সঙ্গে কথা বলেই মানবিক করিডরের সিদ্ধান্ত : প্রেসসচিব শাশুড়ির সঙ্গী হয়ে ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান দেশের ক্রিকেটে নতুন তারকা! দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড জাওয়াদের
Logo
logo

সবার সঙ্গে কথা বলেই মানবিক করিডরের সিদ্ধান্ত : প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

সবার সঙ্গে কথা বলেই মানবিক করিডরের সিদ্ধান্ত : প্রেসসচিব

জাতিসংঘ উদ্যোগ নিলে বাংলাদেশ মায়ানমারের রাখাইনে মানবিক করিডরে রাজি হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘করিডরের বিষয়টি চূড়ান্ত হলে সবার সঙ্গে কথা বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শুক্রবার (২ মে) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


 

শফিকুল আলম বলেন, ‘মানবিক করিডরে আমরা রাজি যদি জাতিসংঘ এটার উদ্যোগ নেয়।

এই পুরো জিনিসটা হবে দুইটা দেশের সঙ্গে কথা বলে। জাতিসংঘ যখন কাজ করে তারা সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে অর্থাৎ মায়ানমার সরকারের সঙ্গেও কথা বলবে, আমাদের সঙ্গেও কথা বলবে। বলে তারপরই তো সিদ্ধান্তে আসবে।’

 

মানবিক করিডোর নিয়ে সাম্প্রতিক নানা আলোচনা ও বিতর্কের মধ্যে শফিকুল আরও বলেন, ‘রাখাইনে এটা (মানবিক করিডরের) কথা আসছে, কারণ সেখানে গৃহযুদ্ধের মতো একটি সহিংসতা চলছে।

সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে, রাখাইনে যারা আছে, সেখানে মানবিক একটা সংকট হয়েছে।’

 

করিডর নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যকে ‘প্রিম্যাচিউর’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা সর্বসম্মতিক্রমে হবে। আর আমরা মনে করি যে এখনো এটা অনেক অনেক দূরের বিষয়। আমরা তো বলেছি, এটা যখন চূড়ান্ত বিষয়ে আসবে তখন সবার সঙ্গে কথা বলে এ নিয়ে সিদ্ধান্ত হবে।

 


 

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি প্রমুখ।