NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

পাটের তৈরি পোশাক ও পাটের ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন

পাটের তৈরি পোশাক পরে এবং পাটের ব্যানার নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন নামে একটি সংগঠন।

মানববন্ধনে প্লাস্টিকপণ্য ও পলিথিন বর্জন করে পাটের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।

 

বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিন্নধর্মী এ মানববন্ধনে আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান শ্রমিক আব্দুল মালেক বলেন, আমার দেশের একসময়ের সোনালি আঁশ পাট আজ বিলুপ্তির পথে। পলিথিনের ব্যবহার মাটি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে। তাই দেশের সচেতন নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে পলিথিন বর্জন করে বেশি বেশি পাটজাত পণ্য ব্যবহার করে আবার আমাদের সোনালি আঁশ পাটকে বিশ্বের দরবারে তুলে ধরি।

 

 

 

মানববন্ধনে পাটের তৈরি চটের ব্যানার এবং চটের তৈরি শাড়ি ও পাঞ্জাবি পরে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলানের নেতাকর্মীরা।