NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

৬ গোলের থ্রিলারে ইন্টারের সঙ্গে নাটকীয় ড্র বার্সার


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

৬ গোলের থ্রিলারে ইন্টারের সঙ্গে নাটকীয় ড্র বার্সার

উন্মত্ত উত্তেজনা আর গোলবন্যার এক ম্যাচ উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে যে ম্যাচে বার্সেলোনা ঘরের মাঠ মোন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলের নাটকীয় এক ড্র করেছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এত বেশি গোলের ড্র ম্যাচ ১৯৯৯ সালের পর আর দেখা যায়নি।

ম্যাচের মাত্র প্রথম মিনিটেই (৩০ সেকেন্ডে) ইন্টার এগিয়ে যায় মার্কাস থুরামের চমকপ্রদ ব্যাক-হিল গোলের মাধ্যমে। যা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড।

 

এরপর ২১ মিনিটে ডেনজেল ডুমফ্রিস কর্নার থেকে এক ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন, যে গোলে বার্সা রক্ষণ একপ্রকার অসহায় দেখায়।

তবে বার্সেলোনার হয়ে বিদ্যুৎগতির মতো ফিরে আসেন লামিন ইয়ামাল। ২৪ মিনিটে ব্যবধান কমান এই তরুণ তারকা। ইন্টারের পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে ইয়ামাল বল পাঠিয়ে দেন জালে।

 

১৭ বছর ২৯১ দিন বয়সী এই ফরোয়ার্ডই এখন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে সবচেয়ে কমবয়সী গোলদাতা। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পের ১৮ বছর ১৪০ দিন বয়সের রেকর্ড। কয়েক মিনিট পরই আবারও ইয়ামাল পোস্টে শট নেন, তবে গোল মিস হয়।

৩৮ মিনিটে ফেরান তোরেস এক নিখুঁত ফার্স্ট-টাইম ফিনিশে ম্যাচে সমতা ফেরান বার্সার হয়ে, এবং প্রথমার্ধের শেষে দুই দল ২-২ গোলে সমানে সমান অবস্থানে যায়।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা চাপ অব্যাহত রাখলেও ৬৪ মিনিটে আবারো কর্নার থেকে গোল পায় ইন্টার, এবারও স্কোরার ডুমফ্রিস। তবে বার্সাও দারুণভাবে সাড়া দেয়। রাফিনহার দূরপাল্লার শট পোস্টে লেগে ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের পিঠে লেগে জালে ঢুকে যায়, যা ৭০ মিনিটে বার্সাকে ৩-৩ সমতায় ফিরিয়ে আনে।

 

 

 

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় প্রথম লেগ ৩-৩ গোলে শেষ হয়। এখন সব নির্ধারিত হবে আগামী মঙ্গলবার সান সিরোতে অনুষ্ঠিতব্য ফিরতি লেগে, যেখানে বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল বা পিএসজির বিপক্ষে।